WB Primary Recruitment- এই মুহূর্তে সবচেয়ে বড় খবর! এবার ED-র স্ক্যানারে ২০১১ সাল থেকে হয়ে যাওয়া সকল প্রাইমারি টেট! আজকে প্রাইমারি বোর্ডের তরফ থেকে একটি নোটিশ সমস্ত ডিপিএসসি দের উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেখানে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির কাছ থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
ভাইরাল খবর অনুসারে, ২০১১ সাল থেকে আজ পর্যন্ত পাওয়া সব (WB Primary Recruitment) চাকরি রয়েছে ইডির স্ক্যানারে। তাই টেটের মাধ্যমে নিয়োগের সব নথি খতিয়ে দেখতে চান ইডির তদন্তকারী আধিকারিকরা। এর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জরুরি ভিত্তিতে সেই সব নথি চেয়েছে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ED।

WB Primary Recruitment
সূত্রের খবর, ইডির জয়েন্ট ডিরেক্টর ও ডেপুটি ডিরেক্টরের তরফ থেকে এই সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে প্রাথমিক পর্ষদকে। প্রাথমিক পর্ষদ সেই মোতাবেক পদক্ষেপও শুরু করে দিয়েছে ! প্রাথমিক শিক্ষা পর্ষদ, জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির (DPSC) কাছ থেকে ১লা সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছে ! ২০১১ সাল থেকে আজ অব্দি টেটের মাধ্যমে যাঁরা চাকরি (WB Primary Recruitment ) পেয়েছেন, তাঁদের রোল নম্বর থেকে শুরু করে কোন স্কুলে তাঁদের নিয়োগ হয়েছে, সেই সব তথ্য খতিয়ে দেখতে চাইছে ইডি বলে খবর!
যদিও এর আগেও একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ED ২০১৭ সালে থেকে ২০২২ সাল পর্যন্ত (WB Primary Recruitment ) প্রাইমারি শিক্ষক নিয়োগের তথ্য তলব করেছিল!
নোটিশে কি কি তথ্য তলব করা হয়েছে!

SI. | Name of the Candidate | TET Roll No. | Fathers’ Name | Category | Address of the Candidate | Mobile No. | Email ID of the Candidate | Allotted School | Year of Recruitment | |
2017 টেটের 6টি প্রশ্ন ভুল! অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে! আজকেই পর্ষদ ঘোষণা করবে!- Click Here To read this news