This Post Contents
WB Primary TET 2022 Admit card- ২০২২ সালের টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ১১ই December,২০২২ সালে। এবারের টেট পরীক্ষা ২০২২ (WB Primary TET 2022) নিয়ে বেশকিছু নতুন পদক্ষেপ করছে প্রাথমিক পর্ষদ। এবারের অর্থাৎ ২০২২ সালের পরীক্ষার্থীর সংখ্যা ছাপিয়ে যাবে বিগত বছরের সমস্ত প্রাথমিক টেট পরীক্ষাকে। জানা গিয়েছে এই বছর,২০২২ সালে টেট পরীক্ষা দেবে প্রায় ৭ লক্ষের বেশি পরীক্ষার্থী ! তাই এবারের একটু বেশি সতর্ক হতে হচ্ছে পর্ষদকে।
এবারের WB Primary TET 2022 পরীক্ষার জন্য তাই পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক পর্ষদ। পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্যাডমিট কার্ড ও পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। অন্তত প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে তেমনটাই খবর। রাজ্যজুড়ে ১৫০০-র বেশি পরীক্ষা কেন্দ্রে আগামী ১১ই ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে।
WB Primary TET 2022 Admit card
Board Name | West Bengal Board of Primary Education (WBBPE). |
Exam | WB Primary TET (Teacher Eligibility Test) 2022. |
Notification Released | 29th October 2022. |
Exam Date | 11th December. |
Admit Card Release date | 3rd to 5th December 2022. |
Article Category | Admit card |
Admit issue | Online mode |
Primary Teachers Starting Salary | Click Here |
প্রাথমিক টেট ২০২২ কে ঘিরে কোনও বিতর্ক চায়না প্রাথমিক শিক্ষা পর্ষদ ,তাই এবারে টেট পরীক্ষা থেকে পরীক্ষা কেন্দ্র হিসাবে বাদ যাচ্ছে রাজ্যের ডিএলএড কলেজগুলি! এবারের টেট (WB Primary TET 2022) নেওয়া হবে রাজ্যে সরকার অধিনস্ত স্কুল এবং কলেজে নেওয়া হবে প্রাথমিক টেট ২০২২ বলে খবর। পরীক্ষার জন্য থাকবে বিশেষ টিম। পরীক্ষায় নজরদারি চালাবেন সেখানকার শিক্ষকরা। পরীক্ষার জন্য বিশেষ অভজারভার রাখা হবে।
জেলায় কোথায় কোথায় WB Primary TET 2022 Exam center দেখতে এখানে ক্লিক করুন(in Serial No 133) ।
কবে দেওয়া হবে প্রাথমিক টেট পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ? When WB Primary TET 2022 Admit Card issue?
পর্ষদ সূত্রে খবর, ১৫০০ এরও বেশি পরীক্ষাকেন্দ্রে এবারের টেট পরীক্ষা নেওয়া হবে। বিভিন্ন জেলা থেকে যে তালিকা এসেছিল তার মধ্যে থেকেই পরীক্ষাকেন্দ্র ঠিক করা হয়েছে। পরীক্ষার ৭ দিন আগে থেকে পরীক্ষার্থীদের দেওয়া হবে অ্যাডমিট কার্ড। অনালাইনে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন চাকরিপ্রার্থীরা। ২রা ডিসেম্বর থেকে ৫ই ডিসেম্বরের মধ্যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে বলে খবর! অ্যাডমিট কার্ড নিয়ে আরও বিস্তারিত আপডেট পেতে এখানে ক্লিক করুন। পরীক্ষার্থীদের সঙ্গে যাতে কোনরকম ইলেকট্রনিক গ্যাজেট বা অন্য কোন জিনিস না ঢোকে, তার জন্য মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে।
২ সপ্তাহের মধ্যে টেট সার্টিফিকেট,ভুল প্রশ্ন নিয়ে ফাইনাল রায়! RTI ৩৯২৯,দু-সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ- WB Primary 2009 South 24 Parganas Panel list-Click Here to read full news .
এক নজরের টেট পরীক্ষা ২০২২ – WB Primary TET 2022
- ১১ই ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা।
- প্রায় ৭ লক্ষের বেশি আবেদন।
- পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম ২ ঘন্টা আগে ঢুকতে হবে।
- পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্যাডমিট কার্ড ও পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন।
- ৭ দিন আগে অ্যাডমিট কার্ড।
- অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন চাকরিপ্রার্থীরা ।
এবারের টেট পরীক্ষা ২০২২ সালের জন্য যে আবেদন জমা পরেছে সেখানে দেখা যাচ্ছে যে ডিইলইডি ক্যান্ডিডেট দের চেয়ে বিএড ট্রেনিং প্রাপ্ত ক্যান্ডিডেটদের আবেদন বেশি জমা পরেছে।
How to download the WB Primary TET 2022 Admit card(WB TET Admit Card 2022)? কিভাবে প্রাথমিক টেট পরীক্ষা ২০২২ এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
- প্রথমে প্রাথমিক পর্ষদের অফিশিয়াল সাইট ভিজিট করতে হবে।
- সেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক থাকবে।
- ঐ লিঙ্কে ক্লিক করতে হবে।
- এর পর নিজের জন্ম তারিখ এবং রেজিস্টেসন নাম্বার পুট করতে হবে।
- এর পর সাবমিট ঘরে ক্লিক করতে হবে।
- এর পর আপনার WB TET Admit Card 2022 কার্ড টি স্ক্রিনে চলে আসবে।
- উপরে ডাউনলোড ঘরে ক্লিক করে সেটা ডাউনলোড করে নিতে পারবেন।
- এই অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেলে সেটা প্রিন্ট করে নেবেন।
FAQs
When will the WB TET Admit Card 2022 be released?
According to latest news WB TET Admit Card 2022 be released on or before 5th December 2022.
Is WB TET hall ticket 2022 released?
WB Primary TET admit card or WB TET hall ticket 2022 released in between 3rd to 5th December 2022.
How can I download primary TET admit card in West Bengal?
For downloading TET 2022 admit card candidates needs to visit wbbpe official site.When we get any notification regarding this ,we will provide here.
How may total candidates will appear in this 2022 WB Primary TET exam?
Almost 7 lakh candidates