This Post Contents
Download link for wb purohit vata form pdf download.Discuss all details about Wb Purohit Vata.West Bengal Purohit Vata application form download link.
Wb Purohit Vata Form Pdf Download,West Bengal Purohit Vata application form
উৎসবের মরশুম বিরাট বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকার। এবার পুরোহিতদেরও ভাতা দেবে রাজ্য সরকার। প্রতি মাসে পুরোহিতদের ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর মাস থেকেই পুরোহিতদের ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
রাজ্যের প্রায় ৮০০০ পুরোহিত এই ভাতার লাভ পাবেন বলে জানা গিয়েছে।
State Welfare Scheme for Purohit
“State Welfare Scheme for Purohit” বলে এই নতুন স্কিম ঘোষণা করেছে রাজ্য সরকার। এই স্কিমে দুটি বিষয়বস্তু আছে। একটি হল মাসিক ১০০০ টাকা করে ভাতা প্রদান। এবং অপরটি হল দরিদ্র পুরোহিতদের বাড়ি করে দেওয়া।
বাড়ি তৈরি স্কিমে ১,২০,০০০ টাকা করে দেওয়া হবে। তবে এর জন্য রাজ্যের বাসিন্দা হতে হবে। সঙ্গে পাকা বাড়ি থাকলেও চলবে না। তবে তাঁর ছোট কোনও জমি থাকতে হবে। যদি জমি নাও থাকে তাহলে রাজ্য সরকার এর ব্যবস্থা করে দেবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এই স্কিমের লাভ নিতে গেলে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে সেটা বিডিও/এসডিও অফিসে জমা করতে হবে। অথবা কলকাতার বাসিন্দা হলে কোলকাতা মিউনিসিপাল এ জমা করতে হবে। নীচে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে।
Wb Purohit Vata Form Pdf Download




নীচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই ফর্মটি (Wb Purohit Vata Form Pdf Download)
[su_button url=”https://wb.gov.in/pdf/state_welfare_scheme.pdf” target=”blank” style=”3d” background=”#efe12d” color=”#1f2522″ size=”5″ wide=”yes” center=”yes” icon_color=”#1a1816″]CLICK HERE TO DOWNLOAD [/su_button]
State | West Bengal |
Scheme | State Welfare Scheme for Purohit |
Department | Department of information & Cultural affairs |
Benefit | Rupees 1000 Vata/month ,1,20,000 For House Building |
To | Bengal Purohit |
Form Download link | Click Here |
More Scheme And News | Click Here |
FAQs
পুরোহিতরা কত করে ভাতা পাবেন ?
মাসিক ১০০০ টাকা করে।
পুরোহিতরা বাড়ির জন্য কত টাকা পাবেন ?
১ লক্ষ ২০ হাজার টাকা।
মূল শর্ত কি এই পুরোহিত ভাতার ?
স্থায়ী বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের ।
এই ভাতা পেতে গেলে ফর্ম কোথায় পাওয়া যাবে ?
উপরের লিঙ্কে পাবেন।
ফর্মটি কোথায় জমা করতে হবে ?
বিডিও/এসডিও অফিসে জমা করতে হবে।
কিভাবে পুরোহিত ভাতার জন্য বাড়ি তৈরি কোথায় হবে ?
এক টুকরো জমি থাকলে ভালো না হলে রাজ্য সরকার জমি দেবে।
পাকা বাড়ি থাকলে কি এই ভাতার অধীনে বাড়ি তৈরির টাকা পাওয়া যাবে ?
না ।