This Post Contents
Wb school new time table notice:- রাজ্যে স্কুল খুলেছে 16ই নভেম্বর থেকে। এর মাঝে স্কুলের সময়সীমা নিয়ে বেশ কিছু অভিযোগ উঠেছে।শনিবার দিন ফুল স্কুল হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে এবং গার্জেনদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ উঠতে শুরু করে।
আজকে স্কুলের সময়সীমা নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয় বিকাশভবনে। এর পরেই নোটিশ জারি করে বোর্ড জানিয়ে দেয় স্কুলের নতুন সূচি।
To Check Your DA Calculation Form January 2022 Click Here<<{January 2022} WB Employee DA Hike Calculator,WB DA Rate Calculation>>
Wb school new time table notice
কি রয়েছে নতুন সূচি তে ??কি কি পরিবর্তন হলো ??
ক্লাসের এবং স্কুলের যে নতুন সময়সীমা এসেছে সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য এই মুহূর্তে বেরিয়ে এসেছে । আপনারা আগেই জানেন যে ,রাজ্যে যে স্কুল খোলা হয়েছে 16ই নভেম্বর থেকে সেটা হয়েছে ক্লাস নাইন {9}থেকে নিয়ে ক্লাস টুয়েলভ{12} অব্দি। এবার যে নতুন সময়সীমা পরিবর্তন করা হয়েছে সেটা হয়েছে ক্লাস নাইন {IX}এবং ইলেভেনের{XI}জন্য । ক্লাস ৯-১১ এর স্কুল হবে মঙ্গলবার এবং বৃহস্পতিবার ।
Wb school new time table notice
অপর দিকে যেটা পরিবর্তন করা হয়েছে ক্লাস টেন {X} এবং টুয়েলভ{XII} এর জন্য সেটা হচ্ছে সোম ,বুধ, শুক্র ক্লাস হবে।
Wb school new time table notice Download
নোটিশটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আরও খবরাখবর পড়তে এখানে ক্লিক করুন
এইদিকে স্কুলগুলি খোলা থাকবে সকাল 10:50 থেকে বিকেল সাড়ে চারটা অব্দি এবং এর সঙ্গে বলা হয়েছে শনিবার দিন সম্পূর্ণভাবে স্কুল গুলি বন্ধ থাকবে তবে বিভিন্নভাবে স্কুলগুলি গার্জেনদের সঙ্গে এবং স্টুডেন্টদের সঙ্গে বিভিন্ন একাডেমি বিভিন্ন বিষয় নিয়ে শনিবারে আলোচনায় ক্লাস রাখতে পারে।
CLASS | TIME TABLE |
---|---|
IX-XI | TUESDAY & THURSDAY{10:50-4:30 P.M.} |
X-XII | MONDAY,WEDNESDAY,FRIDAY {10:50-4:30 P.M.} |
NOTE:- Academic classes for IX to XII may be held from 10-50 a.m. to 4-30 p.m. as per schedule given above in (1), from Monday to Friday in all districts except in the hill sub-divisions of Darjeeling and Kalimpong district. Academic classes in schools of the hill sub-divisions of Darjeeling and Kalimpong districts may commence from 9-30 a.m. to 3-00 p.m. from Monday to Friday.
On every Saturday, there will be no academic classes for the students. Feedback session, awareness generation and orientation of the guardians are to be organized on every Saturday.
Ok tai hobe