WBSSC নতুন শিক্ষক নিয়োগ নীতি প্রকাশ করেছে। সেখানে একাধিক নতুন নিয়মের কথা তাঁরা জানিয়েছে। কীভাবে পরীক্ষা হবে এবং সিলেকশন হবে তা নোটিশ আকারে প্রকাশ করেছে WBSSC । নতুন নিয়ম জানতে এখানে ক্লিক করুন।
আজ এই পোষ্টে আমারা নতুন নিয়োগ নীতির পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস সম্পর্কে কিছু আপডেট নিয়ে আলোচনা করব।
পরীক্ষা পদ্ধতিঃ-
TET (টেট) ঃ- আপার প্রাইমারির জন্য ১৫০ নাম্বারের TET (টেট) পরীক্ষা হবে। কিন্তু ওয়েটেজ করা হবে ১০০ নাম্বারে। নাম্বার বিভাজন :- নীচের ছকে দেওয়া আছে।
PRELIMINARY TEST :- নবম-দশম শ্রেণি , একাদশ-দ্বাদশ শ্রেণি এবং আপার প্রাইমারির কর্মী এবং শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে PRELIMINARY TEST বা পিটি নেওয়া হবে প্রথমে। এর মান হবে ১৫০ নম্বরের এবং ওয়েটেজ করা হবে ১০০ নাম্বারে । নাম্বার বিভাজন :- নীচের ছকে দেওয়া আছে।
TET PRELIMINARY TEST) | ||
1.চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগগি | 30 | M |
2.ইংরেজি গ্রামার ও কমপ্রিহেনশন | 30 | C |
3.বাংলা গ্রামার ও কমপ্রিহেনশন | 30 | Q |
4.A)গণিত এবং বিজ্ঞান ( গণিত এবং বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ) | 60 | M |
4.B)সোশ্যাইল স্টাজিজ (এই বিষয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ) | 60 | C |
TOTAL SUBJECT 4 | TOTAL MARKS 150 | Q |
লিখিত পরীক্ষা :-এই পরীক্ষা হবে মোট ২০০ নাম্বারের । এই পরীক্ষার উত্তর লিখে করতে হবে। এই পরীক্ষাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হবে, কোম্পালশরি যা প্রত্যেক পরীক্ষার্থীকে দিতে হবে। নাম্বার বিভাজন নীচের ছকে দেওয়া আছে।
লিখিত পরীক্ষা(কোম্পালশরি টেস্ট) | |||
১.ইংরেজি কম্পোজিশন অ্যান্ড কমপ্রিহেনশন | 50 | W | |
২.যে ভাষার মাধ্যমে পড়াতে চাইছেন | 50 | R | |
TOTAL SUBJECT 2 | TOTAL MARKS 100 | T |
দ্বিতীয় হল :- সংশ্লিষ্ট বিষয় বা গ্রুপ ,নাম্বার থাকবে ১০০ । নিয়ে দুটি মিলেয়ে লিখিত পরীক্ষা হবে মোট ২০০ নাম্বারের ।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন
উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন