[WBSSC EXAM 2020] পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস

WBSSC নতুন শিক্ষক নিয়োগ নীতি প্রকাশ করেছে। সেখানে একাধিক নতুন নিয়মের কথা তাঁরা জানিয়েছে। কীভাবে পরীক্ষা হবে এবং সিলেকশন  হবে তা নোটিশ আকারে প্রকাশ করেছে WBSSC । নতুন নিয়ম জানতে এখানে ক্লিক করুন।

আজ এই পোষ্টে আমারা নতুন নিয়োগ নীতির পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস সম্পর্কে কিছু আপডেট নিয়ে আলোচনা করব।

পরীক্ষা পদ্ধতিঃ- 

TET (টেট) ঃ- আপার প্রাইমারির জন্য ১৫০ নাম্বারের TET (টেট) পরীক্ষা হবে। কিন্তু ওয়েটেজ করা হবে ১০০ নাম্বারে। নাম্বার বিভাজন :- নীচের ছকে দেওয়া আছে।

PRELIMINARY  TEST :- নবম-দশম শ্রেণি , একাদশ-দ্বাদশ শ্রেণি এবং আপার প্রাইমারির কর্মী এবং শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে PRELIMINARY  TEST বা পিটি নেওয়া হবে প্রথমে। এর মান হবে ১৫০ নম্বরের এবং  ওয়েটেজ করা হবে ১০০ নাম্বারে । নাম্বার বিভাজন :- নীচের ছকে দেওয়া আছে। 

TET PRELIMINARY  TEST)
1.চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগগি 30 M
2.ইংরেজি গ্রামার ও কমপ্রিহেনশন 30 C
3.বাংলা গ্রামার ও কমপ্রিহেনশন 30 Q
4.A)গণিত এবং বিজ্ঞান ( গণিত এবং বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ) 60 M
4.B)সোশ্যাইল  স্টাজিজ (এই বিষয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ) 60 C
TOTAL SUBJECT 4  TOTAL MARKS 150 Q

 

লিখিত পরীক্ষা :-এই পরীক্ষা হবে মোট ২০০ নাম্বারের । এই পরীক্ষার উত্তর লিখে করতে হবে। এই পরীক্ষাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হবে, কোম্পালশরি যা প্রত্যেক পরীক্ষার্থীকে দিতে হবে। নাম্বার বিভাজন নীচের ছকে দেওয়া আছে

লিখিত পরীক্ষা(কোম্পালশরি টেস্ট)
১.ইংরেজি কম্পোজিশন অ্যান্ড কমপ্রিহেনশন 50 W
২.যে ভাষার মাধ্যমে পড়াতে চাইছেন 50 R
TOTAL SUBJECT 2 TOTAL MARKS 100 T

 

দ্বিতীয় হল :- সংশ্লিষ্ট বিষয় বা গ্রুপ ,নাম্বার থাকবে ১০০ । নিয়ে দুটি মিলেয়ে লিখিত পরীক্ষা হবে মোট ২০০ নাম্বারের ।

 

প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here