আজ 2020 – 2021 অর্থবর্ষের জন্য রাজ্যে বাজেট পেশ হতে চলেছে। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। আজ বাজেটে সবচেয়ে যে দিকে সাধারণ মানুষের নজর থাকবে সেটা হল শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে। আজ শিক্ষক নিয়োগ তথা নতুন কর্মসংস্থান এর উপর ও জোর দেওয়া হবে কি না সেই দিকে নজর থাকবে সবার।
TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW
–: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–
বিভিন্ন রাজনৈতিক মহলের ব্যাখ্যা যে,2021 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক প্রকল্পের কথা আজ বাজেট থেকে উঠে আসতে পারে। কারণ সামনের বছর অর্থাৎ 2021 সালের মে এপ্রিল মাসে ভোট হবার কথা। ফলে হাতে আর মাত্র এক বছর সময় আছে। সেই জন্য অনেক রাজনৈতিক মহলের মত অনুসারে আজ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা উঠে আসতে পারে।
অপর দিকে পে কমিশন জানুয়ারি থেকে লাগু হওয়ার ফলে বেতন খাতে বরাদ্দ বাড়াতে হবে এই বাজেটে। কিন্তু যেহেতু কর্মচারীরা এবার বর্ধিত বেতনে DA বা মহার্ঘ্য ভাতা পাচ্ছেন না, ফলে আজকের বাজেটে কি DA বা মহার্ঘ্য ভাতা নিয়ে কি কোনও অর্থ বরাদ্দ এর কথা উঠে আসতে পারে কি না সেই দিকেই তাকিয়ে থাকবে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষকরা।
আজকের বাজেট নিয়ে লাইভ আপডেট পেতে আমাদের এই পেজে দুপুর ২টার সময় ভিজিট করবেন।
FOR WBSSC RECRUITMENT AND COURT CASE NEWS CLICK HERE
MORE PAY COMMISSION SALARY CALCULATORS CLICK HERE
MORE PAY COMMISSION NEWS CLICK HERE
LATEST DA NEWS CLICK HERE
PRIMARY SCHOOL TEACHERS SALARY CALCULATORS CLICK HERE
khub sundor article ,dhonnobad for this