What is Prochesta Prokolpo in Bengali

0
128

This Post Contents

What is Prochesta Prokolpo in Bengali.prochesta Prokolpo Online Apply Official Website.prochesta Prakalpa Online Application Form 2020 Prokolpo Scheme Registration West Bengal.how to Apply for Prochesta Prokolpo Online Form.soon Online Process of This Application Start in West Begal.

রাজ্য সরকারের “প্রচেষ্টা প্রকল্প” নিয়ে এসেছে যার মাধ্যমে রাজ্য সরকার দিনমজুর বা শ্রমিকদেরকে ১০০০ টাকা করে সাহায্য দেবে।পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা দিনমজুর বা শ্রমিক যিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তি করোনা ভাইরাসের কারণে কর্মসংস্থানের সুযোগ হারিয়েছেন এবং যার আয়ের অন্য কোনো বিকল্প নেই এরকম ব্যাক্তিরা আবেদন করতে পারবেন। নীচে ফর্মটি দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই প্রকল্প নিয়ে আজ বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো।

[How to use sneher parash mobile application]

What-is-Prochesta-Prokolpo-in-Bengali
What-is-Prochesta-Prokolpo-in-Bengali

What is Prochesta Prokolpo in Bengali.here we discuss all details update about Prochesta Prokolpo wb . you get all details about What is Prochesta Prokolpo in Bengali .this post mainly about What is Prochesta Prokolpo in Bengali .

এখন কি এই “প্রচেষ্টা প্রকল্প” আবেদন করা যাবে?

না । এখন এই “প্রচেষ্টা প্রকল্প” আবেদন করা যাবে না। রাজ্য সরকার নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে যে কিছু দিনের জন্য এই “প্রচেষ্টা প্রকল্প” আবেদন বন্ধ থাকবে। ফের এই “প্রচেষ্টা প্রকল্প” আবেদন শুরু করা হবে।

কেন “প্রচেষ্টা প্রকল্প” আবেদন বন্ধ রাখা হল ?

জানা গিয়েছে এই “প্রচেষ্টা প্রকল্প” ফর্ম জমা এবং নেওয়ার জন্য সামাজিক দূরত্ব বজায় না রেখেই লাইনে ভিড় করতে শুরু করেন পরিযায়ী শ্রমিকদের আত্মীয় ও পরিবারের সদস্যরা । এই প্রকল্পের ফর্ম মূলত জেলার প্রশাসনিক দফতরগুলি, বিডিও অফিস বা ব্লক স্তরের অফিস থেকে দেওয়া হচ্ছে । অতিরিক্ত ভিড়ের কারণেই প্রচেষ্টা প্রকল্প আপাতত স্থগিত করে দিল রাজ্য সরকার। ফলে পরিস্থিতি উলটো চেহারা নেওয়ায় এই “প্রচেষ্টা প্রকল্প” আপাতত বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার।

কবে ফের “প্রচেষ্টা প্রকল্প” আবেদন শুরু হবে ?

জানা গিয়েছে এবার আর অফলাইনে ফর্ম দেওয়া বা জমা নেওয়া হবে না। এর জন্য রাজ্য সরকার অনলাইনের মাধ্যমে ফর্ম দেওয়া সম্ভব কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করছে ।

কবে শুরু হবে অনলাইনে ফর্ম দেওয়া বা জমা নেওয়ার প্রক্রিয়া ?

এখনও অব্দি যা খবর খুব তাড়াতাড়ি এই নিয়ে রাজ্য সরকার নোটিশ জারি করতে চলেছে। যখনই এই অনলাইনে ফর্ম দেওয়া নিয়ে কোনও আপডেট বেরিয়ে আসবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।

“প্রচেষ্টা প্রকল্প” এর জন্য কি কোনও অ্যাপ আনা হতে পারে ?

হলেও হতে পারে কারন এই রকম আর একটা প্রকল্প রাজ্য সরকার চালাচ্ছে সেটা হল “স্নেহের পরশ”। সেখানেও ১০০০ টাকা করে সাহায্য দেওয়া হচ্ছে বাইরে আটকে পরা শ্রমিকদেরকে। “স্নেহের পরশ” প্রকল্পটি সম্পূর্ণ অনলাইনে অ্যাপের মাধ্যমে চলছে। ফলে অনেকে মনে করছেন খুব তাড়াতাড়ি রাজ্য সরকার অনলাইনে এই Prochesta Prokolpo wb (প্রচেষ্টা প্রকল্প) চালু করবে রাজ্য সরকার। “স্নেহের পরশ” সম্পর্কে বিশদে জানতে এখানে ক্লিক করুন।

কি কি ডকুমেন্ট লাগবে ?

১. Applicant Aadhaar card
২.Photograph of the applicant
৩.Residential proof
৪.Bank account details
৫.BPL card
৬.Mobile number

Objective Of Prochesta Scheme ( এই প্রচেষ্টা স্কিমের লক্ষ্য হল)

এই স্কিমের মূল লক্ষ্য হ’ল কোভিড -১৯ এর কারণে দেশে তালাবদ্ধ হওয়ার কারণে যে সকল দৈনিক মজুরি শ্রমিকরা তাদের মজুরি অর্জন করতে পারছেন না তাদের সকলকে দৈনিক মজুরি প্রদান করা।

Important Dates(গুরুত্বপূর্ণ তারিখ)

খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে

Application mode (আবেদনের পদ্ধতি) 

Details Of West Bengal govt Prochesta Scheme

অনলাইনে আবেদনের জন্য খুব শ্রীঘ্রই  কোনও পদক্ষেপ রাজ্য সরকার আনতে চলেছে । সেই নিয়ে একটা খবরও প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন নিয়ে আপডেট আসলে সেটা জানানো হবে তাই নিয়মিত ভিজিট করুন এই পেজটি। {(soon online application start)}

ফুল আপডেট দেখুন ভিডিও এর মাধ্যমে

নীচে একটি ভিডিও দেওয়া আছে সেখানে ক্লিক করে এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন।

Name of scheme  > Prochesta Scheme
Launched By  > Govt. of West Bengal
Scheme Announced By  >Honorable cm Mamata banerjee
Launched for  >Daily workers 
Benefits  >1000 rupees incentive
Nodal Department  >Labour department, Govt. of West Bengal
Objective   >To help during COVID-19 crises
Application mode   > Currently off
When start > Soon online application start
Official Website  >wb.gov.in or Click Here
এই প্রচেষ্টা স্কিম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন

What is Prochesta Prokolpo in Bengali ?

রাজ্য সরকারের “প্রচেষ্টা প্রকল্প” নিয়ে এসেছে যার মাধ্যমে রাজ্য সরকার দিনমজুর বা শ্রমিকদেরকে ১০০০ টাকা করে সাহায্য দেবে। এই প্রকল্প খুব শ্রীঘরই আবার চালু হবে রাজ্যের শ্রমিকদের জন্য । তাই যখনই এই নিয়ে সঠিক তথ্য আপডেট আসবে সেটা আপনাদেরকে দিয়ে আমরা সাহায্য করব। নীচের ভিডিওটি দেখুন আরও আপডেটের জন্য।

প্রচেষ্টা প্রকল্প কী ?

উত্তর – কোভিড 19 এর জন্য যাঁরা কাজ হারিয়েছেন তাঁদের সাহায্যের জন্য রাজ্য সরকার এই প্রকল্পের ঘোষণা করা  হয়েছে ।রাজ্য সরকারের প্রচেষ্টা প্রকল্প যার মাধ্যমে রাজ্য সরকার দিনমজুর বা শ্রমিকদেরকে 1000 টাকা করে দেবে।

কারা আবেদন করতে পারবে ?

উত্তর –পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা দিনমজুর বা শ্রমিক যিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তি করোনা ভাইরাসের কারণে কর্মসংস্থানের সুযোগ হারিয়েছেন এবং যার আয়ের অন্য কোনো বিকল্প নেই এরকম ব্যাক্তি।

কেন শুরু করা হল এই প্রচেষ্টা প্রকল্প ?

উত্তর –অতিমারী করোনার প্রাদুর্ভাবে দেশ জুড়ে অসংখ্য মানুষ হঠাৎ করে কাজ-হারিয়েছেন। এর প্রভাব   সবচেয়ে বেশি পড়ছে  দিনমজুর বা খেটে খাওয়া মানুষদের উপর। তাঁদের হাতে সাহায্য তুলে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন এই প্রচেষ্টা প্রকল্পের সূচনা করা হয়েছে।

আবেদন করতে হলে নীচের তথ্যটি ভালো করে পড়ুন

১. এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে     
২.দিন মজুর/শ্রমিক যারা প্রকৃত সমস্যায় রয়েছেন
    
৩ আবেদনকারী যেন পরিবারের উপার্জন কারী হন
   
৪.অন্য কোন প্রকারের সামাজিক ভাতা/পেনশন পান না।
   
৫.একটি পরিবারের একজনই আবেদন করতে পারবে( স্বামী-স্ত্রী, অবিবাহিত সন্তান ধরে)

এই প্রচেষ্টা প্রকল্পের সুবিধা কী কী

উত্তর –আবেদনকারীর আবেদন খতিয়ে দেখে এককালীন ১০০০ টাকা প্রদান করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। 

এখন কি এই প্রকল্পে আবেদন করা যাবে ?

উত্তর –না । এখন এই প্রকল্পে আবেদন করা যাবে না।

ফের কখন আবেদন করা যাবে?

উত্তর –রাজ্য সরকার এর জন্য নির্দিষ্ট নির্দেশ জারি করবে।

নতুন আবেদন কি অনলাইনে হবে ?

উত্তর –হ্যাঁ । এবার নতুন আবেদন অনলাইনে হবে।

কারা আবেদন পত্র জমা নেবেন ?

উত্তর –এর জন্য এখনও কোনও নির্দিষ্ট আপডেট আসেনি। তবে মনে করা হচ্ছে অনলাইনে অ্যাপের মাধ্যমে এই আবেদন পত্র ফের গ্রহণ করা হবে। 

কোথায় আমরা সঠিক তথ্য জানতে পারবো ?

উত্তর –ওফিশিয়াল ওয়েবসাইট WWW.WB.GOV.IN  এই ওয়েবসাইট  VISIT করে অথবা এখানে ক্লিক আপনরা সঠিক তথ্য জানতে পারবেন।

What is prochesta prokolpo wb ?

Prochesta Prokolpo is a scheme which announce by govt of West Bengal to help unorganized sector labours of WB in the Lockdown situation due to Coronavirus.

Who will get benefit of WB Prochesta Prakalpa Scheme?

Daily wage earner labours of wb , in unorganized sector, will get benefits through this scheme.

Is Prochesta Prokolpo Application Form Online Link active now?

No, the application form fill up link (Online) will be active shortly.

How to Apply Online in the Prochesta Prokolpo ?

Detailed of online application form fill up method has not been published yet. Stay tuned to our website to know more.whenever published we provide to it.

[su_youtube url=”“]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here