ফের সুখবর দেবেন মমতা? সরকারি কর্মচারী বৈঠকে , জল্পনা চরমে !

শুভেন্দু অধিকারীকে সরকারি কর্মী সংগঠন দেখভালের দায়িত্ব দেবার পর প্রথম কোনও এতো বড় মাপের সভা অনুষ্ঠিত হতে চলেছে। তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মী সংগঠনের জেলা পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে আগামী ১৭ আগস্টের সম্মেলন হতে চলেছে এবং সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকতে পারেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘ মামলার জট কাটিয়ে অবশেষে মহার্ঘ ভাতা মামলার রায় প্রকাশ্যে এসেছে৷ স্যাটের তরফে সাফ জানিয়ে দিয়েছে, কেন্দ্রের হারেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে ৷ এবং তা CPI মেনে দিতে হবে রাজ্যকে। ঠিক এই রায় বেরনোর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার কিছু বড়ো ঘোষণা করতে চলেছেন ! এই নিয়ে জল্পনা চরমে !

কারণ কিছু দিন আগেই খবর প্রকাশিত হয়েছিলো যে এই মাসের মধ্যেই পে কমিশন তাঁদের রিপোর্ট জমা দিবে নবান্নে। এবং আগামী কাল পে কমিশন নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বেতন দিতে অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে সামনে পে কমিশন আছে এতো টাকা পাবে কথা থেকে রাজ্য।

তাই পে-কমিশন  থেকে  মহার্ঘ ভাতা সহ সরকারি কর্মীদের সুযোগ সুবিধা নিয়েও বেশ কিছু ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী ৷ এবং তাই ১৭ আগস্টের বৈঠকে দিকে তাকিয়ে থাকবে  বাংলায় কয়েক লক্ষ্য সরকারি কর্মচারী ৷

একদিকে পে-কমিশন এবং মহার্ঘ ভাতা  না দেওয়ার জন্য এমনিতে রাজ্যের সরকারি কর্মচারীরা হতাশ হয়ে আছেন । তাই মনে করা হচ্ছে যে ঐ সভায় কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।