প্রশ্ন ভুল মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের

0
16

বেশ কিছু চাকরিপ্রার্থী প্রশ্ন ভুল নিয়ে দাবি তুলেন এবং সেই নিয়ে তারা কোলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা করেন ।

তাঁদের দাবি ছিল যে,psc এর মাধ্যমে যে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় হয়েছিল তার প্রশ্নপত্রে দুটি প্রশ্ন ভুল রয়েছে৷

আজ সেই প্রশ্ন ভুল মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের এজলাসে এবং আজ সেই শুনানিতে মাননীয়া বিচারপতি শম্পা সরকার ভুল প্রশ্নের পূর্ণ নম্বর মামলাকারীদের দেওয়ার জন্য নির্দেশ।তিনি আরও জানান যে ওই দুই প্রশ্নের উত্তরে বিভ্রান্তি রয়েছে, ফলে, মামলাকারী পরীক্ষার্থীরা যাই উত্তর দিন না কেন, তাঁদের পুরো নম্বর দিতে হবে৷

এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে নির্দেশ দেওয়া হয়েছে যে আবেদন কারীরদের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট অর্ডারস পাস করতে এবং এই পুরো প্রক্রিয়াটিকে ৭ জুন ২০১৯ এর মধ্যে সম্পন্ন করতে হবে।

screenshot 20190604 212112 com6272420997765987115

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here