নবম-দশমে প্রায় 1800 টি শূন্যপদে নিয়োগের জন্য হতে চলেছে চতুর্থ দফার কাউন্সেলিং! একাদশ দ্বাদশ শ্রেণীর চতুর্থ দফার পর অনুষ্ঠিত হতে চলেছে নবম দশম শ্রেণীর চতুর্থ ফেজ।
নবম-দশম স্তরের ওয়েটিং লিস্টে থাকা চাকুরী প্রার্থীদের নিয়ে হবে এই কাউন্সেলিং সেটা স্কুল সার্ভিস কমিশন গত কালকে নোটিশে জানিয়েছে।
ঐ নোটিশে কমিশন জানিয়েছে যে ,চার দিন ধরে চলবে এই কাউন্সেলিং প্রক্রিয়া৷ আগামী 20, 23, 24 ও 25 সেপ্টেম্বরে হবে কাউন্সেলিং। তবে কতগুলো শূন্যপদে নিয়োগের জন্য এই কাউন্সেলিং প্রক্রিয়া চলবে, তা অফিসিয়াল ভাবে 13.09.2019 তারিখে সন্ধ্যায় কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
এখনও অব্দি যেটা জানা গিয়েছে যে,নতুন সিট আপডেট না হলেও বিভিন্ন নন জয়েনিং নিয়ে প্রায় 1800 থেকে 1900 এর মতন শুন্য পদে হবে এই চতুর্থ ফেজ এর কাউন্সিলিং। আরও জানা গিয়েছে শূন্যপদের বেশির ভাগ টাই সায়েন্স সাবজেক্ট এর।