পে কমিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর বেড়িয়ে আসছে এই মুহূর্তে। আগের খবর অনুযায়ী পে কমিশনের রিপোর্ট জুলায়ে জমা পরবে বলা জানা গিয়েছিল। ঠিক সেই মত একটি খবর পাব্লিশ হয়েছে যে, অভিরুপ সরকার পে কমিশনের চেয়ারম্যান তিনি পে কমিশনের রিপোর্ট নিয়ে নবান্নে গিয়েছেন।
এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করবেন বলে জানা যাচ্ছে। আমারা আগেও জেনে ছিলাম যে পে কমিশনের এই রিপোর্ট জমা পরা পর একটি পে এন্ড রিভিউ কমিটি গঠন করবে রাজ্য সরকার।
সেই কমিটি এই রিপোর্ট খতিয়ে দেখে রাজ্যকে সুপারিশ জমা দেবে। মুখ্য মন্ত্রী আগেই জানিয়ে ছিলেন যে রিপোর্ট জমা পরলেই যত দ্রুত সম্ভব পে কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য লাগু করবে সরকার।
এখন খবর এর আরও কিছু আপডেট নিয়ে আর একটু পরে বিস্তারিত ভাবে আপনাদেরকে জানাবো।



![[PENSION] নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি ,অবশ্যই এই কাজ গুলো করতে হবে PENSION](https://www.wbedu.in/wp-content/uploads/2020/04/PENSION-218x150.png)
![[PDF DOWNLOAD] FOR PENSION SALARY CALCULATION PRE AND POST 2016 RETIREMENT](https://www.wbedu.in/wp-content/uploads/2020/02/PENSION-ROPA-PDF-DOWNLOAD--218x150.jpg)
