Today’s some very big news updates are out about Bangla Sahayata Kendra Recruitment 2020.According to news report 3,500 BSK center will create jobs of nearly about 7,000 post.Details updates and PDF list of service provide through Bangla Sahayata Kendra -1.
Bangla Sahayata Kendra Recruitment 2020(BSK)
এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে Bangla Sahayata Kendra Recruitment 2020 নিয়ে । আজকে খবরে উঠে এসেছে যে, রাজ্যে প্রায় ৩,৫০০ BSK সেন্টারে প্রায় ৭০০০ যুবক-যুবতীর কর্মসংস্থান হবে। অর্থাৎ প্রত্যেক BSK সেন্টারে দু জন করে কর্মী থাবেন।
অনলাইনে নিজের ভোটার কার্ড সংশোধন করুন, নতুন ভোটার কার্ড আবেদন করুন, পুরাতন বদলে প্ল্যাস্টিক ভোটার কার্ড আবেদন করুন,নিজের মোবাইল থেকে বাড়িতে বসে। এখানে ক্লিক করুন বিস্তারিত তথ্য জানতে।
আগামী ৫ই নভেম্বর এক প্রশাসনিক সভা অনুষ্ঠিত হবে নাবান্ন সভাগৃহে। এটা একটা ভার্চুয়াল সভা হবে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের প্রতিটি দপ্তরের মন্ত্রী ও আমলারা বলে খবর। সেখানে এই Bangla Sahayata Kendra Recruitment 2020 নিয়ে বা এই প্রকল্পের অগ্রগতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে !!
কিছু দিন আগেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এই Bangla Sahayata Kendra প্রকল্পের। এখনও অব্দি অনেক সেন্টার চলছে ,ভবিষ্যতে আরও এই প্রকল্পের অধীনে সেন্টার খোলা হতে পারে বলেও সম্ভবনা উঠে আসছে !!
কিছু দিন আগেই রাজ্য সরকার নোটিশ জারি করে এই প্রকল্পের সূচনা করেন।

আজ একটা নতুন নোটিশ সামনে এসেছে ,সেখানে দেখা যাচ্ছে রাজ্যের কোন BSK(Bangla Sahayata Kendra) সেন্টার থেকে কি রকম সাহায্য পাওয়া যাবে।

Details updates and PDF list of service provide through Bangla Sahayata Kendra -1
এর রাজ্যে যে সমস্ত CSCs(Common Service Centers) এবং TMKs(Tathya Mitra Kendras) ছিল সেই গুলো বন্ধ করে দিল। এবার রাজ্যের মানুষ WB Bangla Sahayata Kendra এর মাধ্যমে সমস্ত রকম সুবিধা পাবেন।
নীচের ভিডিওটি দেখে আপনারা আইডিয়া পাবেন যে,Bangla Sahayata Kendra Salary কত হবে।
যদিও এটা মাথায় রাখতে হবে যে BSK(Bangla_Sahayata_Kendra) এ কর্মরত কর্মীদের রাজ্য সরকার নিয়োগ করবে ,বেতন দেবে রাজ্য সরকার কিন্তু এটা একটা কন্টাকচুয়াল(Contractual Jobs) চাকরি ।
এখানে ক্লিক করে ঐ (BSK)নোটিশটি আপনারা ডাউনলোড করতে পারবেন। পশ্চিমবঙ্গের যাবতীয় স্কিম নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন।