এবার আপার প্রাইমারী নীয়ে একটা খুব গুরুত্বপূর্ণ খবর বেড়িয়ে আসছে। সেটা হল আপার প্রাইমারীর যে মেধাতালিকা প্রকাশ
করেছে কমিশন সেটার কিছু বদল হতে চলেছে। আপনারা জানেন যে, কমিশন যে অভিযোগ জমা নেওয়ার কাজ শুরু করেছিল
সেটা শেষ হয়েছে গত ২৫ শে অক্টোবর। সেখানে দেখা যাচ্ছে যে, প্রায় কম বেশি ১০,০০০ থেকে ১২,০০০ অভিযোগ জমা পড়েছে।
তাঁদের মধ্যে প্রায় ৫০০ থেকে ৬০০ এর মতন অভিযোগ বৈধ বলে মনে করা হচ্ছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে কমিশন নিজেরদের
ওয়েবসাইটে দেবে। সেটা খুব তাড়াতাড়ি দেবে বলে জানা গিয়েছে । এবং এর জন্য আপার প্রাইমারির যে শর্তাধীন মেধাতালিকা প্রকাশ করেছে
কমিশন সেটার কিছু রদবদল হতে পারে বলে জানা গেছে । তবে খুব একটা রদবদল হবে না বলে মনে করা হচ্ছে।
শর্তাধীন মেধাতালিকা নিয়ে অভিযোগের বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের যে অভিযোগ জমা নেওয়ার কাজ শুরু করেছিল সেটা বানচাল করার
জন্য কিছু চক্র কাজ করেছিল বলে খবরে প্রকাশ পেয়েছে। একই বয়ানে শুধু নাম, রোল নম্বর পরিবর্তন করে বহু অভিযোগ জমা পড়েছে । সেটা স্কুল
সার্ভিস কমিশন নজর রেখেছে। সেই সমস্ত অভিযোগের কোনও ভিত্তি নেই কমিশন জানিয়েছেন।
| সাম্ভাব্য কিছু অভিযোগ | তার রিপোর্ট ( উত্তর) |
| ১) আমি এত ভালো ইন্টারভিউ দিয়েও ইন্টারভিউতে কেন কম নাম্বার পেলাম? | ১) উত্তর নেই ( একমাত্র ইন্টারভিউ বোর্ড দিতে পারবে) |
| ২) ১ঃ১.৪ রেশিয়ো কেন মানা হয়নি ?? | ২) উত্তর ওয়েবসাইটে দেওয়া হবে । |
| ৩) একই নাম্বারের এত মেধাতালিকা কেন ?? | ৩) উত্তর ওয়েবসাইটে দেওয়া হবে । |
| ৪) আমি ইন্টারভিউতে ফাস্ট ফেজ এ ডাক পেয়েছিলাম, অথচ মেধাতালিকায় আমার নাম নেই কেন ?? | ৪) উত্তর ওয়েবসাইটে দেওয়া হবে । |
| ৫) টেট এর ওয়েটেজ কীভাবে করা হল ?? | ৫) উত্তর রুলস এ দেওয়া আছে। |
| ৬) আমি TET-এ কেন পাশ করলাম না ??? | ৬) উত্তর নেই। । |
| ৭) একাডেমীক ভালো, টেট এ ভালো তাও মেধাতালিকা নাম নেই কেন ?? | ৬) উত্তর ওয়েবসাইটে দেওয়া হবে । |
ফলে সমস্ত দিক খতিয়ে দেখে নতুন মেধাতালিকা প্রকাশ হতে পারে। সেখানে যদি নতুন নাম নথি ভুক্ত হয়ও
সেটা খুব বেশি হবে না। ফলে মেধাতালিকার কোনও আমূল পরিবর্তন হবার চানস নেই। অপর দিক এই
মামলাটি আবার কোর্টে আগামী ১৫ই নভেম্বর আবার কোলকাতা হাইকোর্টে উঠবে শুনানির জন্য । সেই দিন
কোর্টে সমস্ত আপডেট তথ্য জমা করবে কমিশন । ফলে সেই দিন কোর্ট কী নির্দেশ দেয় সেটাও দেখার ।

![[PDF] WBSSC Upper Primary School List In West Bengal- List Of Schools Upper Primary Level WBSSC_Upper_Primary_School_List_In_West_Bengal](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/WBSSC_Upper_Primary_School_List_In_West_Bengal-218x150.jpg)
![[Merit list]WB Upper Primary merit List,wbssc upper primary merit list,upper primary merit list 2023 WB_Upper_Primary_merit_List](https://www.wbedu.in/wp-content/uploads/2023/08/WB_Upper_Primary_merit_List-218x150.jpg)




I, Mahesh shaw B. A. Hon,so Pol. SC. /M. A. Pol. SC. I have appeared to WBTET_2015. For Assistant Teacher. WBTET_2016_RESULT_16/08/2016.OBTAINT.MARKS_69/150.ROLLNO_2021300007960. I WANT TO DEMAND TO THE CHAIRMAN. 7Yrs. Age Relaxation for the all categories. 2013_2019.Harrashment to candidates Without Trained (Non_B. Ed.) all language.
How many seats in pure science in hindi medium please inform korben