CBSE Result 2020 dates :- Some Big blunder happen in CBSE result out notice .CBSE official said that CBSE Result 2020 dates have not been announced yet.All are advised to note that the circular doing rounds on social media is fake.CBSE 10th 12th Result 2020 Dates are fake.
CBSE Result 2020 dates are fake,CBSE 10th 12th Result 2020 Dates
11 জুলাই বিকেল চারটের সময় দ্বাদশ শ্রেণির ও 13 জুলাই বিকেল চারটেয় দশম শ্রেণির ফলপ্রকাশ হবে বলে একটি নোটিশ জারি হয়। কিন্তু পরে জানা যায় যে ঐ নোটিশটি আসলে ফেক। CBSE 10th 12th Result 2020 Dates নিয়ে এখনও অব্দি কোনও নোটিশ জারি করেনি CBSE জানিয়েছে। ঐ নোটিশটি দেখতে এখানে ক্লিক করুন।
ঐ ফেক নোটিশে বলা হয়, “CBSE-র তরফে আজ বিবৃতিতে জানানো হয়, প্রচুর চাহিদা ও ছাত্রছাত্রীদের দেশ-বিদেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের কথা ভেবে যত তাড়াতাড়ি সম্ভব দশম ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড ৷ 11 জুলাই বিকেল চারটের সময় দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করা হবে ৷ পাশাপাশি, 13 জুলাই বিকেল চারটেয় প্রকাশ করা হবে দশম শ্রেণির ফল ৷”
ঝড়ের গড়িতে এই খবর ছড়িয়ে পড়তেই তৈরি হয় চরম বিভ্রান্তির সৃষ্টি হয় ৷ এর পর CBSE-এর তরফে জানানো হয়, ফল প্রকাশের কোনও দিনক্ষণ এখনও প্রকাশ করা হয়নি ৷ যে বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তা আদতে ভুয়ো ৷
এই দিকে পশ্চিমবঙ্গেও মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্টের সাম্ভাব্য দিনক্ষণ সামনে এসেছে । নীচে ক্লিক করে সেই সমস্ত খবরাখবর পড়তে পারবেন।