ছুটি বাড়াল আরও ১৫ দিন,ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বেরিয়ে আসছে এই যে, আগামী সোমবার থেকে স্কুল, কলেজ,মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, SSK, MSK-সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ রাখতে নির্দেশিকা দেওয়া হয়েছে।এবং তা বন্ধ  থাকবে আগামী ৩১ শে মার্চ অব্দি ।সেই ছুটি আরও বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে বলে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের পর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় জানিয়েছেন।

আগেই রাজ্যের তরফে ছুটি ঘোষণা করেছিল রাজ্য ৷ ইন্টারনাল সমস্ত পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দপ্তর , তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে ৷

যেহেতু দিনের পর দিন পরিস্থিতি  জটিল হচ্ছে তাই আজ পরিস্থিতি বিবেচনা করে সেই ছুটির সময় সীমা আরও বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ আজ নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের পর বর্ধিত ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে আইসিডিএস কেন্দ্রগুলিও ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করা করেছেন মুখ্যমন্ত্রী৷ আইসিডিএস কেন্দ্রগুলি বন্ধ থাকায় মা ও শিশুর জন্য ২ কেজি চাল দেওয়ারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷

ছুটির নোটিশ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন