সাবধান ! প্রাথমিকে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ফেক প্রচার

0
214

দিনের পর দিন প্রাথমিকে চাকরি নিয়ে প্রতারণা বেড়েই চলেছে।কোনও সামনে আসছে ফেক ওয়েবসাইট আবার কোনও সামনে আসছে ফেক চাকরির বিজ্ঞাপন।কিছু দিন আগে প্রাথমিক পর্ষদ একটি ফেক ওয়েবসাইট নিয়ে একটি সচেতনতা মূলক পোস্ট করেছিল। সেখানে পর্ষদ জানিয়ে ছিল www.wbbpe.org একমাত্র পর্ষদের ওয়েবসাইট । কারণ দিনের পর দিন আসল ওয়েবসাইট(www.wbbpe.org) টি কে হুবুহু নকল করে তৈরি হয়েছিল অনেক ফেক সাইট।এর ফলে অনেক সমস্যা পড়ছিলেন সাধারণ ছাত্রছাত্রীরা।

এবার এই জাল আরও ছড়িয়ে প্রকাশিত হয়েছে ফেক নিয়োগের বিজ্ঞপ্তি। প্রাথমিক পর্ষদ পরিস্কার ভাবে জানিয়েছে যে,ঐ বিজ্ঞপ্তিটি ফেক। গত 13ই মার্চ ঐ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এক সংবাদ পত্রে। এই নিয়ে পর্ষদ ইতিমধ্যেই একটি F.I.R দায়ের করেছে এবং তার সঙ্গে প্রত্যেকটি জেলা প্রাথমিক সংসদের নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন।

89514708 2572840446375849 1041235239466172416 o e1584412949113 89435793 2572861533040407 5713281830623379456 o

এবং এই বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে সতর্ক করা হয়েছে।যাতে কেউ প্রতারিত না হন। নীচে কিছু নোটিশ দেওয়া হল।

hg


প্রাথমিকের টেট এবং উচ্চ প্রাথমিকের টেট সম্পর্কিত বইয়ের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

TO KNOW PRIMARY SCHOOL TEACHERS SYLLABUS CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here