গতকাল স্কুল ছুটি নিয়ে নোটিশ প্রকাশিত হওয়ার পর শিক্ষকদের মধ্যে একটু ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল শিক্ষা দপ্তরের ‘সাসপেনশন অব ক্লাসেস’ নোটিশ নিয়ে। কিন্তু আমরা সর্ব প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম যে, ছাত্র শিক্ষক উভয়ের ছুটি থাকবে আগামী সোমবার অর্থাৎ ১৬ ই মার্চ থেকে।
মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, পরীক্ষা সংক্রান্ত কাজ ছাড়া শিক্ষকদের স্কুলে আসতে হবে না।বাড়িতে বসে স্কুলের কাজ করুন। যেমন মাধ্যমিকের খাতা দেখা প্রভৃতি। আর যদি স্কুলের কাজের জন্য খুব দরকার পরে স্কুল যেতে ,তাহলেও দল বেঁধে ৩০ থেকে ৪০ জন শিক্ষকদের একসঙ্গে যাওয়ার দরকার নেয় ।
অপর দিকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকারে জানিয়েছেন যে,শিক্ষকদের স্কুলে আসতে হবে না। ৩০ মার্চ ফের বৈঠক করা হবে, সেখানে পরবর্তী পরিস্থিতি দেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে ফের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
যেহেতু শিক্ষা দপ্তরের আগের নোটিশটি নিয়ে একটু ধোঁয়াশা সৃষ্টি হচ্ছিল তাই ফের আজ অর্থাৎ রবিবার শিক্ষা দপ্তরের তরফে একটি নোটিশ জারি করে সমস্ত বিষয়টিকে পরিষ্কার করে দেওয়া হল। আজকের নোটিশটি নীচে দেওয়া হল।
ঐ নোটিশে পরিষ্কার ভাবে জানানো হয়েছে, যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে ঠিক সেই মত কাজ করতে হবে।
উল্লেখ্য,দেশের অন্যান্য রাজ্যগুলির রাজ্য গুলির মত পশ্চিমবঙ্গেও আগামী 16 ই মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল রাজ্য সরকার। এবং এর সঙ্গেও বড় জমায়েত করতে নিষেধ করা হয়েছে।
স্কুল ছুটি নিয়ে সমস্ত নোটিশ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন(প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়ের)