শিক্ষক নিয়োগে অনিয়ম, কমিশনকে ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব

0
17

শিক্ষক নিয়োগের একাধিক মামলার চলেছে কোলকাতার হাইকোর্টে। প্রাথমিক থেকে শুরু করে আপার প্ৰাইমারী অব্দি বিভিন্ন বিষয় কে নিয়ে মামলা চলছে কোলকাতা হাইকোর্টে। এবার নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি যথাযথভাবে অনুসরণ করা হয়নি,এই অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে কোলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানি হয় গতকাল ।

সেই মামলার শুনানিতে ,বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট তলব করেন এবং এই নিয়ে আদালত ছ’ সপ্তাহের মধ্যে এই প্রসঙ্গে কমিশনকে রিপোর্ট দাখিল করতে বলেছে।

কোন বিষয়ে এই মামলা করা হয়েছে ???

জানা গিয়েছে যে,প্রায় 202 থেকে 25 জন চাকরিপ্রার্থী অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন যে,স্কুল সার্ভিস কমিশন সংরক্ষণ নীতির ভালো ভাবে ফল করেননি! ফলে ওবিসি তালিকায় মামলাকারীর নীচে থাকা প্রার্থীরা চাকরি পেয়ে গিয়েছেন কিন্তু তাঁরা পান নি !!

 

TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW

–: CLICK HERE (এখানে ক্লিক করুন) :–

 

এর ফলে আদালত কমিশনকে আগামী ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে বলে খবরে উঠে এসেছে ।

Screenshot 20200214 073643 com.opera .browser


প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ও কোর্ট কেস আপডেট পেতে এখানে ক্লিক করুন

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ও কোর্ট কেস আপডেট পেতে এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here