প্রাথমিকে শিক্ষক নিয়োগ !প্রায় 18000 স্কুলে চালু হচ্ছে পঞ্চম শ্রেণি

0
31

রাজ্যের 17996 টি স্কুলে আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণিকে আনা হচ্ছে। এই নিয়ে গতকাল স্কুল শিক্ষা দপ্তর থেকে নোটিশ জারি করা হয়েছে। ঐ নোটিশে জানানো হয়েছে এই নিয়ম আগামী শিক্ষা বর্ষ অর্থাৎ 2020 জানুয়ারি মাস থেকে নতুন নিয়ম কার্যকর হয়ে যাবে। রাজ্যের প্রায় এখন কমবেশি 58000 হাজার প্রাথমিক স্কুল রয়েছে। এখন রাজ্যের 18000 স্কুলের পরিকাঠামো ,শ্রেণীকক্ষ এবং পারিপার্শ্বিক দিক বিবেচনা করে পঞ্চম শ্রেণিকে আনা হচ্ছে ,পরে বাকি প্রায় 40000 স্কুলকে ধীরে ধীরে পরিকাঠামো ,শ্রেণীকক্ষ এবং পারিপার্শ্বিক দিক বিবেচনা করে পঞ্চম শ্রেণিকে আনা হবে। মানিক ভট্রাচার্য সংবাদ প্রতিদিন কে জানিয়েছেন যে,”কিছু প্রাথমিক স্কুলে আছে যেখানে পঞ্চম শ্রেণি চালুর মত পর্যাপ্ত শিক্ষক নেই।আবার কোথাও বা শিক্ষক আছে তো পরিকাঠামোর অভাব। এই সমস্যা মিটিয়ে ধাপে ধাপে পঞ্চম শ্রেণিকে আনা হবে প্রাথমিক স্কুলে।”

অর্থাৎ শিক্ষা অধিকার আইন অনুসারে প্রাথমিকে প্রত্যেক 30 জন পড়ুয়ার পিছনে এক জন করে শিক্ষক দরকার। ফলে যদি পঞ্চম শ্রেণি বাকি স্কুল গুলোতে আনা হয় তাহলে বেশ ভালো রকম শিক্ষক নিয়োগ করতে হবে।

তাই এটা হবু শিক্ষকদের কাছে একটা ভালো খবর বলা যেতে পারে। কারণ কিছু দিনের মধ্যেই নতুন টেট এর দিনক্ষণ প্রকাশ হতে পারে ! ফলে এর জন্য প্রাথমিকে নিয়োগ পরীক্ষার শুন্য পদ কিছুটা হলেও বাড়বে বলে মনে করা হচ্ছে!

অপর দিকে উচ্চ প্রাথমিক/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ুয়ারা সামনে বছর ভর্তি হাতেও পারবে।

77319417 2446272845470893 2038302104707137536 o

CLICK HERE TO READ ,PRIMARY TEACHERS RECRUITMENT NEWS AND COURT CASE UPDATE

অপর দিকে কোন কোন প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি ফিরছে বা কোন কোন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুল থেকে পঞ্চম শ্রেণী সরে যাচ্ছে, সেই তালিকা প্রকাশ করা দরকার। তা না হলে অভিভাবকরা অনিশ্চয়তার মধ্যে পড়বেন। সঙ্গে থাকুন যখনই সেই স্কুলের লিস্ট প্রকাশিত হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here