Primary tet wrong ans court case news update

0
15

প্রাথমিকে টেট 2015 পরীক্ষা পরীক্ষা ভুল প্রশ্ন নিয়ে যে মামলা হয়েছিল । সেই মামলা নিয়ে কোর্ট গত 3 রা অক্টোবর 2018 পিটিসনার দের পক্ষে রায় দেয় এবং তাঁদের কে তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে বলে সেই রায়ে জানিয়ে দেয়।পরে তিনমাসের মধ্যে নিয়োগ না হলে সেই নিয়ে কোর্ট অবমাননার মামলা হয় এবং পরে আবারও কলকাতা হাই কোর্ট সেই সমস্ত মামলা কারীদেরকে
দ্রুত নিয়োগ করার নির্দেশ দেন।

 

 

সেই নির্দেশ মত প্রাথমিক পর্ষদ 175 জন মামলাকারীদের মধ্যে 130 জন কে যোগ্য বলে অর্থাৎ পাস বলে তাদের রেজাল্ট প্রকাশ করে । তারপর ঐ 130 জন মামলাকারীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। কিন্তু নিয়োগ নিয়ে যে শুন্য পদ প্রাথমিক পর্ষদ ঘোষণা করে সেখানে কিছু গরমিল দেখা যায়। ফলে এই মামলা আবার কলকাতা হাই কোর্টে উঠবে আগামী কাল। এবং নীচের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হয়তো বা কাল বেরিয়ে আসবে।

 

1) শুন্য পদের সমস্যা, obc এবং জেনারেল দের কিভাবে সমাধান হবে।
2) 175 জনের মধ্যে 130 জন পাস করলে বাকি 45 জনের কি হবে।

ফলে প্রাথমিকে প্রশ্ন ভুল মামলা নিয়ে কাল যাবতীয় আপডেট পেতে পেজটি ফল করুন ।

 

শিক্ষক নিয়োগ এবং প্রাথমিকের বসির আমহেদ কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here