Cm Mamata Announced A Holiday In 2020:- আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন। তিনি আজ জানিয়েছেন ১ লা জুলাই গোটা রাজ্যে ছুটি থাকবে। তিনি জানিয়েছেন এই ছুটি করোনা করোনা যোদ্ধাদের সম্মানে জন্য।
Cm Mamata Announced A Holiday In 2020
আজ নবান্নে সাংবাদিক বৈঠক থেকে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, করোনা যোদ্ধা এবং স্বাস্থ্য কর্মীদের সম্মানে এই ছুটি দেওয়া হচ্ছে ৷ কোভিড যোদ্ধাদের লড়াইকে সম্মান দিতেই এই উদ্যোগ বলে তিনি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, বাংলা স্বাস্থ্যকর্মীরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে পরিষেবা দিচ্ছেন ৷ তাঁদের সম্মান জানাতে রাজ্য সরকার বিধানচন্দ্র রায়ের জন্মদিনে জাতীয় চিকিৎসক দিবসে ছুটি ঘোষণা করছে ৷১ জুলাই ডক্টরস ডে উপলক্ষে গোটা রাজ্যে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নীচের ভিডিওতে আরও তথ্য তিনি শেয়ার করেছেন । এই রকম আরও খবর পড়তে এখানে ক্লিক করুন।
আজ তিনি বেশ কিছু বিষয় নিয়ে ঘোষণা করলেন,যেমন তিনি জানান রাজ্যে শুরু হচ্ছে টেলিমেডিসিন পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে ফোনে চিকিৎসকদের পরামর্শ নেওয়া যাবে। অপরদিকে তিনি আজ ট্যুইট করে জানিয়েছেন রাজ্যে ৩ কোটি মাস্ক তৈরি করা হচ্ছে। ঐ সমস্ত মাস্ক বিনামূল্যে পড়ুয়াদের, ১০০ দিনের কাজের শ্রমিকদের, সামনের সারির স্বাস্থ্যকর্মীদের, পুলিস, দমকল কর্মীদের, পুরসভাগুলি,সিভিক ভলান্টিয়ার দেওয়া হবে। এই বিষদে আপডেট পেতে এখানে ক্লিক করুন।