Unlock 2.0 PDF Notice,MDM and Mask Distribution,Open Training Institution

0
21

Unlock 2.0 PDF Notice ,latest Updates For Mask Distribution,MDM and Mask Distribution for students,open Training Institution after 15th July .

Unlock 2.0 PDF Notice

আজ এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে Unlock 2.0 নিয়ে। আগামী ১ লা জুলাই থেকে এই Unlock 2.0 চালু হবে দেশে। বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিললেও এবার বন্ধ থাকছে বেশ কিছু পরিষেবা ।নীচে দেখুন সম্পূর্ণ আপডেট।

  • আনলক ২.০-তেও বন্ধই থাকছে স্কুল-কলেজ, মেট্রো, জিম, সিনেমা হল, পানশালা।
  • বড় ধরনের জমায়েতের উপরও নিষেধাজ্ঞা বহাল থাকছে।
  • ৩১ জুলাই পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞার মেয়াদ।
  • রাত্রিকালীন কার্ফুর সময় কমিয়ে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছে।
  • ঘরোয়া উড়ান ধীরে ধীরে বাড়ানো হতে পারে এই পর্যায়ে।
  • কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলি অবশ্য ১৫ ই জুলাইয়ের পরে কাজ করতে পারে ।
  • পরবর্তী সিধান্ত পরে নেওয়া হবে।
Unlock 2.0 PDF Notice
Unlock 2.0 PDF Notice

To download Unlock 2.0 PDF Notice Click Here, or Visit MOFS official site or Click Here.

MDM and Mask Distribution

রাজ্য সরকার জুলাই মাসেও MDM ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবে । এই নিয়ে নোটিশ জারি করেছে রাজ্য সরকার। এবার MDM, আলু ও চালের সঙ্গে ডাল এবং সেনিটাইজার দেওয়া হবে। এই নিয়ে বিষদে আপডেট পেতে এখানে ক্লিক করুন। যদিও পড়ুয়াদের মাস্ক দেওয়ার কথা থাকলেও, এ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলে পড়ুয়াদের মধ্যে মাস্ক (Mask Distribution) বিলি করা হবে। প্রায় তিন কোটি মাস্ক তৈরি করছে রাজ্য সরকার বলে জানা গিয়েছে। এই মাস্ক দেওয়া হবে আশাকর্মীদের,পুলিশদের, ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের ।

Cm Mamata Announced A Holiday In 2020
Cm Mamata Announced A Holiday In 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here