DA COURT CASE HEARING LATEST UPDATE

0
82

আজ ছিল ডিএ কোর্ট কেসের গুরুত্বপূর্ণ শুনানি । গত শুনানিতে অর্থাৎ ০৫/১২/২০০১৯ তারিখে  ডিএ কোর্ট কেসের শুনানিতে রাজ্যের রিভিউ মামলার শুনানিতে বক্তব্য রেখেছিলেন মাননীয় অ্যাডভোকেট  জেনারেল কিশোর দত্ত । এর জবাবী বক্তব্য রেখেছিলেন মাননীয় দুই অ্যাডভোকেট সর্দার আমজাদ আলি এবং বিকাশ রঞ্জন ভট্রচার্য যথাক্রমে ৯/০১/২০২০ এবং ১৩/০২/২০২০ তারিখে । আজ এই মামলার রিভিউ আবেদন নিয়ে বক্তব্য রাখতেন মাননীয় অ্যাডভোকেট  জেনারেল কিশোর দত্ত ।

কিন্তু আজ মাননীয় অ্যাডভোকেট  জেনারেল কিশোর দত্ত কোর্টে উপস্থিত হতে পারেন নি । জানা গিয়েছে যে ,আজ হাইকোর্টে মাননীয় চিপ জাস্টিসের ঘরে এজি’র Fixed matter থাকার কারণ তিনি স্যাট এ উপস্থিত থাকতে পারবেন না । ফলে এই  ডিএ মামলার রিভিউ আবেদনের শুনানির জন্য অন্য একটা দিন দেওয়া হোক ।

ফলে মহামান্য স্যাট এর মাননীয় দুই বিচারপতি এই  আগামী  আগামী 03/03/20 দুপুর ২|৩০ মি , ডিএ মামলার রিভিউ আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেন ।

পেনশনের GRATUITY AND COMMUTATION VALUE  বিক্রি করে কত টাকা পাবেন জানতে এখানে ক্লিক করুন

পে কমিশনের বেতনের হিসাব করতে এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here