{Download Notice} Declaring Summer Vacation in the West Bengal Schools in 2021

0
237

Declaring Summer Vacation in the West Bengal Schools:- এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সামনে এসেছে।রাজ্যে মাধ্যমিক, প্রাথমিক স্কুলের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে এল রাজ্য শিক্ষা দপ্তর। এই মর্মে নোটিশ জারি করেছে। নীচে ক্লীক করে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা।

Declaring Summer Vacation in the West Bengal Schools

কিছুক্ষণ আগেই শিক্ষা মন্ত্রী ঘোষণা করলেন যে এই বছরের অর্থাৎ 2021 সালের গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হবে। এর ফলে আগামী কাল থেকেই রাজ্যের সমস্ত স্কুলে গ্রীষ্মকালীন ছুটি পরে যাচ্ছে। এই ছুটি নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তর এই মাত্র নোটিফিকেশন জারি করল।

Declaring Summer Vacation in the West Bengal Schools

Declaring_Summer_Vacation_in_the_West_Bengal_Schools
Declaring_Summer_Vacation_in_the_West_Bengal_Schools

স্কুল শিক্ষা সচিব মনীশ জৌন‍্য একটি নোটিশ এই মুহূর্তে জারি করেছে। সেখানে এই বছরের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে আসার কথা বলেছে।

Declaring Summer Vacation in the West Bengal Schools

নোটিশে জানানো হয়েছে এই করোনা পরিস্থিতি এবং অত্যাধিক গরমের জন্য 2021 সালের গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হচ্ছে। আগামী 20/04/2021 থেকে এই ছুটি বলবৎ হবে। এই ছুটি কন্টিনিউ থাকবে যতদিন না পর্যন্ত শিক্ষা দপ্তরের থেকে কোনও স্কুল খোলার নোটিশ জারি হচ্ছে।

TEACHERS-EDUCATION
TEACHERS-EDUCATION

আজ সকালেই শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান যে এই ছুটি সমস্ত স্কুলের জন্য থাকবে, সঙ্গে এই ছুটি স্কুলের শিক্ষক শিক্ষিকা দের জন্য থাকবে। এখানে ক্লিক করে আরও বিস্তারিত আপডেট পেতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here