This Post Contents
Wb School closer notice:- মঙ্গলবার অর্থাৎ 20শে এপ্রিল থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল। যে ভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বলে খবর।
Wb School closer notice
আপাতত গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যত দিন পর্যন্ত এই পরিস্থিতি ঠিক না হয়, ততদিন রাজ্যের স্কুলগুলি বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। স্কুলে আসতে হবে না শিক্ষক-শিক্ষিকাদেরও বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
দেশে করোনার গ্রাফ উর্ধমুখী। দিনের পর দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন রাজ্যে শিক্ষক শিক্ষিকারা।
Wb School closer notice
Wb School closer notice
কারণ আমরা বেশ কিছু দিন ধরেই লক্ষ করছি বেশ কিছু স্কুলের শিক্ষক শিক্ষিকা করোনায় আক্রান্ত হচ্ছিলেন।
শিক্ষিক রা দাবি করেছিলেন যে স্কুল গুলো অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক।
আজকের ছুটি নিয়ে যে ঘোষণা করা হয়েছে তাঁর অর্ডার কপি আমরা এই পেজে আপলোড করবো।
এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন সেই অর্ডার কপি।
To See WBBSE{West Bengal Board Of Secondary Education} Order Copy >> Click Here <<
এই দিকে দেশের বিভিন্ন নামি দামি বোর্ড তাঁদের যে বোর্ড পরীক্ষা সেটা হয় বাতিল করেছে না হয় পিছিয়ে দিয়েছে। CBSE বোর্ড ,ICSEবোর্ড ,JEE পরীক্ষা ও পিছিয়ে দেওয়া হয়েছে এই করোনা পরিস্থিতির জন্য।