{নির্দিষ্ট সময়েই মাধ্যমিক}West Bengal 2021 Madhyamik Examination

0
14

West Bengal 2021 Madhyamik Examination:- নির্দিষ্ট নির্ঘণ্টেই হতে চলেছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা {West Bengal 2021 Madhyamik Examination} বলে খবরে উঠে এসেছে। একাধিক নতুন বিষয় বেরিয়ে আসছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা ২০২১ নিয়ে। সেই গুলো নীচে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

West Bengal 2021 Madhyamik Examination

করোনার পরিস্তিতির জন্য দেশের একাধিক বোর্ড নিজেদের পরীক্ষা হয় বাতিল করেছে অথবা পিছিয়ে দিয়েছে। যেহেতু বিভিন্ন বোর্ড পরীক্ষা নিয়ে নিজেদের সিধান্ত জানিয়ে দিয়েছিল তাই এবারের মাধ্যমিক ২০২১ পরীক্ষা নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয় ছাত্র-ছাত্রী এবং অবিভাবকদের মধ্যে।

এখনও অব্দি যে সমস্ত খবর পাওয়া গিয়েছে তাতে জানা যাচ্ছে যে নির্দিষ্ট সূচি মেনে মধ্যশিক্ষা পর্ষদ এবারের অর্থাৎ ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা নীতে চলেছে !! সেই নিয়ে মাধ্যমিকের প্রস্তুতি শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ বলে খবর !! কিন্তু এবারের পরিস্তিতি যেহেতু স্বাভাবিক নয় তাই একাধিক নতুন আপডেট নিয়ে এসেছে মধ্যশিক্ষা পর্ষদ বলে খবর !!

MP_2021_Exam_Date
MP_2021_Exam_Date

এবারের মাধ্যমিক পরীক্ষা ১লা জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে ,যা চলবে ১০ই জুন অব্দি !!

কি কি বিধি আনছে মধ্যশিক্ষা পর্ষদ এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে ??

West Bengal 2021 Madhyamik Examination

West_Bengal_2021_Madhyamik_Examination
West_Bengal_2021_Madhyamik_Examination

পরীক্ষার সর্বশেষ আপডেট নোটিশ দেখতে এখানে ক্লিক করুন

  • যদি ৮ ফুটের বেঞ্চে হয় তাহলে – দু ধারে দু জন করে পরীক্ষার্থী ।
  • যদি ৬ ফুটের বেঞ্চে হয় তাহলে – এক জন করে পরীক্ষার্থী ।
  • প্রতি কেন্দ্রে ২০০- ২৫০ জন পরীক্ষার্থী ।
  • গ্লাভস পরে প্রশ্ন পত্র বিলি করবেন শিক্ষকরা ।
  • গতবারের তুলনায় ৫০‍% পরীক্ষাকেন্দ্র বাড়ানো হবে।
  • ৪২০০ টি কেন্দ্রে পরীক্ষা ।
  • একটি ঘরে নির্দিষ্ট সংখ্যক পরিক্ষার্থী ।
  • একটি ঘরে সবথেকে বেশি ১০ টি বেঞ্চ থাকবে ।

West Bengal 2021 Madhyamik Examination

এখনও অব্দি এটা ঠিক যে এবারের ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা হবে নির্দিষ্ট নির্ঘণ্টেই !! তবে সর্বশেষ সিধান্ত নেবে রাজ্য সরকার। মধ্যশিক্ষা পর্ষদ একটি গাইডলাইন তৈরি করেছে বলে খবর !! এই গাইডলাইন নির্দিষ্ট সময়ে সারকুলেট {প্রকাশ} করে দেওয়া হবে !!

মাধ্যমিক পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট পেতে এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here