গতকাল রাজ্য সরকার খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে।যে সমস্ত প্রাথমিক শিক্ষক বাইরের জেলায় কাজ করছেন তাঁরা নিজের জেলায় বদলির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রি পার্থ চট্টোপাধ্যায়।
কি ভাবে করা বদলি,আবেদন করবেন কিভাবে,কবে শুরু হচ্ছে এই বদলি প্রক্রিয়া ? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা খুঁজবো এই পোস্টে ।
১)কি ভাবে করা বদলি ?
উত্তরঃ- যে স্কুল থেকে বদলি নেবেন এবং যে স্কুলে বদলি হয়ে যাবেন উভয় স্কুলের ছাত্র-শিক্ষকদের আনুপাতিক হার যেন ঠিক থাকে। তা হলে আবেদনপত্র ছাড়পত্র মিলবে । অন্তত দু’জন স্থায়ী শিক্ষক থাকলে তবেই তৃতীয় শিক্ষক বদলির সুযোগ পাবেন।
২)কি ভাবে আবেদন করবেন ?
উত্তরঃ- যে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা আগেই বদলির জন্য আবেদন জমা করেছেন,তাঁদেরকে আগে বদলির সুযোগ দেওয়া হবে(ছাত্র-শিক্ষকদের আনুপাত দেখে)।যারা এখনও আবেদন করেননি, তাঁদেরও সরকার নিজের জেলায় বদলির ব্যবস্থা করবে রাজ্য শিক্ষা দপ্তর বলে জানা গিয়েছে।
৩)কবে শুরু হচ্ছে এই বদলির প্রক্রিয়া ?
উত্তরঃ-আজ থেকে শুরু হবে বদলি প্রক্রিয়া সংক্রান্ত নথিপত্র যাচাইয়ের কাজ বলে জানা গিয়েছে। আগামী ১ লা এপ্রিল থেকে শিক্ষাদপ্তর প্রথম অথবা দ্বিতীয় কিস্তি ছাড়াতে পারে বলে খবর।
*** আগে পড়ে থাকা সমস্ত আবেদন দেখা হবে। পড়ে থাকা আবেদনের সংখ্যা প্রায় সাত থেকে আট হাজার বলে জানা গিয়েছে।ফলে আগে ঐ সমস্ত আবেদনের ভিত্তিতে ট্রান্সফার করা হবে। পরে নতুন কোনও আবেদন জমা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী এ দিন বলেন, ‘প্রাথমিক স্তরের শিক্ষকরা যে জেলার বাসিন্দা, সেই জেলায় যাতে তাঁরা পড়াতে পারেন, তার প্রক্রিয়া আগামী ১ এপ্রিল শুরু হবে। কোনও শিক্ষক এখন অন্য জেলায় থাকলে তিনি নিজের জেলায় পড়ানোর সুযোগ পাবেন।
পড়ুন বিস্তারিত নিউজ :- [মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক] শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের, নিয়োগ/বেতন বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যু নিয়ে মিলবে উত্তর ? ক্লিক করুন এখানে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন TO KNOW PRIMARY SCHOOL TEACHERS SYLLABUS CLICK HERE |
![]() |