(PDF)Download WBBPE Primary 738 merit list,প্রাথমিক শিক্ষক নিয়োগের নোটিশ জারি করল পর্ষদ

2
202

Download WBBPE Primary 738 merit list-প্রাথমিক শিক্ষক নিয়োগের নোটিশ জারি করল পর্ষদ।প্রাইমারি 738 লিস্ট ডাউনলোড করুন প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দারুন খবর অবশেষে নিয়োগ জারি করল পর্ষদ

এই মুহূর্তে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন (WBBPE)। সেই নোটিশে তারা জানিয়েছে যে একটি স্টেট ওয়াইজ মেরিট লিস্ট প্রকাশিত করা হচ্ছে 738 টি ভ্যাকেন্সি নিরিখে।

Download WBBPE Primary 738 merit list

চাকরিপ্রার্থীরা (মামলাকারীরা) দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন কবে প্রকাশ পাবে এই লিস্ট। দীর্ঘ টালবাহানার পর অবশেষে, বিভিন্ন মামলার পর 738 টি নামের লিস্ট প্রকাশিত করল প্রাথমিক পর্ষদ। এই লিস্ট মূলত 738টি শূন্যপদের জন্য প্রকাশিত করা হয়েছে।
এটা একটা স্টেট ওয়াইজ ( ক্যাটাগরি এবং মিডিয়াম) মেরিট লিস্ট।

আপনারা নিচের দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করে (Download WBBPE Primary 738 merit list)নিতে পারবেন এই লিস্ট।

2014_Primary_Merit_List
Download WBBPE Primary 738 merit list(file image)
Download_WBBPE_Primary_738_merit_list
Download WBBPE Primary 738 merit list

মূলত প্রতিমা মন্ডল এর কেস থেকে প্রথম ভুল প্রশ্ন মামলাটি সামনে আসে 2014 টেট পরীক্ষা নিয়ে ।তারপর একাধিক মামলা হয় সেই নিয়ে । সমস্ত মামলার পরিপ্রেক্ষিতে 2008 থেকে 2022 ,প্রায় চার বছর পর 738 শূন্য পদের জন্য একটি লিস্ট জারি করেছে প্রাথমিক পর্ষদ।

West_Bengal_primary_teacher_online_application
Download WBBPE Primary 738 merit list

738 টি শূন্যপদের জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে পর্ষদ। এইমাত্র জারি করল সেই নোটিশ।উপরে দেয়া লিঙ্কে ক্লিক করে আপনার ডাউনলোড করে নিতে পারবেন 738টি প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের নামের লিস্ট।

প্রাথমিকশিক্ষক নিয়োগ নিয়ে আরও খবরাখবর এবং নোটিশ দেখতে এখানে ক্লিক করুন

738 এর নিয়োগ কবে ??

যাঁদের নাম এই লিস্টে রয়েছে, তাঁদের এই সপ্তাহে এর মধ্যে নিয়োগ পত্র হাতে তুলে দেওয়া হবে, বিভিন্ন ডিপিএসসি এর মাধ্যমে বলে জানা গিয়েছে।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here