[EDUCATION DEPARTMENT]Clarification regarding submission of option in respect of sahayikas & samprasaraks

0
63

আগেই নোটিশ জারি করা হয়েছিল ,যে সমস্ত SSK এবং MSK শিক্ষকরা ,প্যারা টিচার্সদের মতন বেনিফিট নিতে চান তাঁদেরকে অপশন জমাকরতে হবে নির্দিষ্ট দিনের মধ্যে। কিন্তু কি কি সুবিধা পাবেন, সেই নিয়ে ঐ নির্দিশিকায় কিছু বলা ছিল না। এবার ঐ ,আগের নির্দিশিকার ধোঁয়াশা দূর করতে নতুন ক্লারিফিকাশন জারি করল স্কুল শিক্ষা দপ্তর । কি রয়েছে এই নতুন নির্দিশিকায়।

1) ৬০ বছর অব্দি কাজ করতে পারবেন।
2) বেতন বাড়ানো হবে ,
যথাক্রমে প্ৰাইমারী 10,000
আপার প্ৰাইমারী ক্ষেত্রে 13,000
এবং স্পেশাল এডুকেটর 12,500
3) Professional Qualification বাড়ানো হবে (odl mode d.el.ed)
4) EPF এর আওতায় আনা হবে।
5 ) 10 % সংরক্ষিত থাকবে প্ৰাইমারী প্যারা টিচার্স দের জন্য ,প্রাথমিক শিক্ষক নিয়োগ এর ক্ষেত্রে।
6) স্বাস্থ্য সাথী স্কিম এর আওতা ভুক্ত করা হবে।
7) ছুটি নিয়েIMG 20200116 WA0001 1

 

TO READ MORE NEWS ABOUT SSK AND MSK TEACHERS CLICK HERE

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here