NVSP বা EVP এর মাধ্যমে যে ভোটার ভেরিফিকেশন প্রোগ্রাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়েছিল তার মেয়াদ শেষ হচ্ছিল 15TH OCTOBER 2019 । কিন্তু গত 12TH OCTOBER কমিশন এর তরফে নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে যে ঐ সময়সীমা দিল্লির জন্য 31TH OCTOBER পর্যন্ত এবং বাকি রাজ্যের জন্য 18TH NOVEMBER অব্দি বাড়ানো হচ্ছে।
ফলে পশ্চিমবঙ্গের এর মানুষরা এখন প্রায় এক মাসের বেশি সময় পাচ্ছেন ভোটার ভেরিফিকেশন এর জন্য। আগামী নভেম্বর মাসের 18 তারিখ অব্দি চলবে এই EVP (elector verification program) যেখানে ভোটার নিজের ভোটের তথ্য গুলো কে অনলাইনের মাধ্যমে যাচাই করবেন এবং তথ্য নিশ্চিত হলে আপলোড করবেন। যদি কোনও তথ্য ভুল থাকে তাহলে তা কারেকশন করবেন এবং তার সাপেক্ষে supporting ডকুমেন্ট দেবেন।
কিছু দিন ধরে সাবমিট করার পরে যে তথ্য সাবমিট হচ্ছিল না তা দ্রুত ঠিক করা হবে। সঙ্গে আরও কিছু আপডেট করা হবে সার্বার এ যাতে ভোটার এর তথ্য দ্রুত আপলোড হয়।
কমিশন তরফে জানানো হয়েছে যে,সমস্ত ভোটাররা যাতে EVP কর্মসূচীতে অংশ নিতে পারে সেই কারণেই এই পদক্ষেপ। উল্লেখ্য, গত 1ST September থেকে EVP/NVSP কর্মসূচী শুরু করা হয়। যার সময়সীমা শেষ হচ্ছিল মঙ্গলবার 15 October । প্রায় ১ মাসের বেশি সময় বাড়ানোয় অনেকটাই স্বস্তি মিলবে ভোটারদের।