EMI Differ for 3 month,Moratorium on loan EMIs

1
14

রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া (Reserve Bank Of India) আগেই ঘোষণা করেছিল যে,সামনের তিন মাস অর্থাৎ এপ্রিল-মে-জুন যদি ব্যাঙ্ক চাই তাহলে EMI (ই এম আই) স্থগিত রাখাতে পারে।সেই মতাবিক বেশকিছু ব্যাঙ্ক শুক্রবার EMI (ই এম আই) পিছনোর কথা ঘোষণা করেছে।

যদিও EMI (ই এম আই) পিছনোর সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে চরম ধোঁয়াশা শুরু হয়েছে। ঋণগ্রহীতাদের মধ্যে বেশ কিছু প্রশ্ন জাগছে ,এই EMI পিছনো নিয়ে।

১)এই বকেয়া তিন মাসের কিস্তির জন্য সুদ আরোপ করা হবে কিনা ??

# সাম্ভাভ্য উত্তর হল,এই নিয়ে ব্যাঙ্কের কোনও সুনির্দিষ্ট কোনও নির্দেশিকা নেই।কিন্তু আমাদের বিভিন্ন সোর্স মারফৎ যে সমস্ত খবরা খবর বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে যে,শুধুমাত্র ৩ মাস লোনের EMI পিছনো হয়েছে।ঐ তিন মাসে সুদে কোনও ছাড় দেওয়া হয় নি !

# অর্থাৎ ঐ তিন মাসের সুদের বাড়তি বোঝা গ্রাহকে বইতে হবে ঋণগ্রহীতাকে।

# যদি আপনার অর্থের অভাব না হয় তাহলে সবথেকে ভালো যেমন ভাবে আপনি EMI দিয়ে আসছেন সেই ভাবে EMI গুলো দিয়েদিন।কিন্তু যদি এই কঠিন পরিস্থিতিতে আপনার কাছে অর্থ না থাকে তাহলে আপনি ৩ মাস লোনের (Loan) EMI পিছতে পারেন, যদি আপনার ব্যাঙ্ক  এলাও করে তাহলে।

# একটি ক্যালকুলেটর দেওয়া হল উদাহরণ হিসাবে বোঝানোর জন্য

# ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে,তা হলে তিনমাস পর সেই সুদের অঙ্ক অনেক বেশি হয়ে যাবে।

২) বিলম্বিত মাসিক কিস্তির ওপর জরিমানা, লেট পেমেন্ট চার্জ এবং চড়া হারে সুদ বলবৎ করা হবে কি না ??

# যতদূর জানা গিয়েছে এই রকম কোনও চার্জ(Payment Charge) নেওয়া হবে না গ্রাহকদের কাছ থেকে ! তাহলেও আপনার ব্যাঙ্কের উপর সমস্তটা নির্ভর করছে। তাই যদি আপনি এই তিন মাস EMI পিছতে চান তাহলে তার আগে নিজের ব্যাঙ্কের সাথে যোগাযোগ করে নেবেন। 

৩) এই তিন মাসের কিস্তি কি মকুব করা হবে ?? 

# না কোনও ভাবেই কিস্তি কি মকুব করা হবে না। এটাতে শুধুমাত্র তিন মাস EMI পিছবে । 

৪) কখন এই EMI মেটানো হবে ??

# বাঙ্কের দেওয়া নির্দিষ্ট শর্ত অনুসারে পরে এই তিন মাসের EMI মেটাতে হবে। 

৫) সমবণ্টন না ঋণের মেয়াদ বৃদ্ধি কোনটা হতে পারে ?? 

# সমস্তটাই নির্ভর করছে আপনার ব্যাঙ্কের(Bank) উপর।কিন্তু যে সমস্ত খবরা খবর বেরিয়ে আসছে তাতে জানা গিয়েছে যে,ঋণের মেয়াদ বৃদ্ধি হতে পারে।

# যেমন কোনও ঋণগ্রহীতা যদি এই সুযোগ নেন এবং তার লোনের (Loan) মেয়াদ ২৭ মাস ছিল ,তাহলে এই সিধান্তের ফলে সেটা ৩০ মাসের হয়ে যাবে।

##যদি আপনাদের মনে অন্য কোনও প্রশ্ন জাগে তাহলে কমেন্ট করুন##

 তাই এই লোনের (Loan) তিন মাসের EMI পিছনো বিষয়টি পুরোপুরি ঐচ্ছিক বিষয়ে রাখা হয়েছে। তাই এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে কোনও গ্রাহক যদি চাই তাহলে এই সুবিধা নিলেও নিতে পারে।তবে তার আগে নিজের ব্যাঙ্কের সঙ্গে অবশ্যয় একবার যোগাযোগ করে নেবেন।


[CLICK HERE TO READ LATEST NEWS : -Govt To Cut Salaries Of Its Teachers,Minister,IAS,IPS,Gr d Staffs]

[আরও পড়ুন ১ মাসের অগ্রিম বেতন পাবেন কর্মচারীরা,রাজ্যে লকডাউননের সময়সীমা বাড়ল]

[আরও পড়ুনঃ- সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য দারুণ খবর আনল রাজ্য সরকার]

1 COMMENT

  1. Plz ei obosta ty Amra Khate pachi na. 3 mas por eto taka kothay pabo. Plz small lone gulo mukub kore din.
    Amra kaj pachi na 3 month no income.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here