করোনার (Corona virus) জন্য বন্ধ স্কুল,কলেজ,বিশ্ব বিদ্যালয় । বন্ধ অফিস আদালত দোকান পাঠ। দেশের সর্বত চলছে লকডাউন। এমন পরিস্তিতিতে দেশের অর্থনীতিও কোণঠাসা।আর এই পরস্থিতি থেকে কাটিয়ে উঠতে সরকারি কর্মী,আমলা,বিধায়কদের , মন্ত্রিদের বেতনে কাটা হবে বলে ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার এবং মহারাষ্ট্র সরকার ৷
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী K. Chandrasekhar Rao ঘোষণা করেছেন যে বেতন ১০% থেকে শুরু করে ৭৫% অব্দি কাটা হবে।মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গতিত উচ্চ পর্যায়ের একটি বৈঠকের পর এমনি ঘোষণা করেনন সেখানকার মুখ্যমন্ত্রী ।
75% cut in Salary | Chief Minister, State cabinet, MLCs, MLAs, State Corporation Chairpersons, and Representatives of Local Bodies representatives. |
60% cut in Salary | IAS, IPS, IFS and other such Central services Officers |
50% cut in Salary | All other category of employees |
50% cut in Salary | All category of Pensioners |
10% cut in Salary | Salaries of Class IV, outsourced and contract employees |
অপর দিকে মহারাষ্ট্র সরকারও বেতন কাটা হবে এই ঘোষণা করেছ। উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওর, যিনি রাজ্যের অর্থমন্ত্রীও বলেছেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং কর্মচারীদের বিভিন্ন ইউনিয়নের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মার্চ মাসের বেতন থেকে নীচে দেওয়া হিসাব অনুসারে বেতন কাটা হবে।
60% cut in Salary | Chief minister, all other ministers, MLAs, MLCs and representatives of local governing bodies. |
50% cut in Salary | Class I and II Employees |
25% cut in Salary | Class III Employees |
0% | There will be no cut in the salaries of remaining classes in the state |
অপর দিকে শ্রমিক এবং কর্মচারীদরদী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে এই কঠিন সময়ে কর্মচারীরা বেতন পাবে সেই চিন্তা সবসময় করে যাচ্ছেন।গত কাল নবান্নে এক উচ্চ পর্যায়ে মিটিং এ তিনি জানিয়েছেন যে এমন সময়ে রাজ্য সরকার যে সমস্ত সামাজিক পেনশন প্রকল্প গুলো চালায় তার দু মাসের অর্থ এক সঙ্গে দিয়ে দেওয়া হবে। সঙ্গে তিনি জানান যে,যাদের রেশন কার্ড নেয় তাঁদের অস্থায়ী রেশন কার্ড তৈরি করে রেশন দিতে হবে। রাজ্যে কেউ এই সময়ে যেন অভুক্ত না থাকে। অপরদিকে যারা এই কঠিন পরিস্থিতিতে বিমার পরিমান বারিয়ে দেন। সরকারি কর্মী এবং কর্মচারীদের ১ তারিখে বেতন দেওয়ার নির্দেশও দেন ঐ সভা থেকে।
[আরও পড়ুন ১ মাসের অগ্রিম বেতন পাবেন কর্মচারীরা,রাজ্যে লকডাউননের সময়সীমা বাড়ল]
[আরও পড়ুনঃ- সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য দারুণ খবর আনল রাজ্য সরকার]
TO READ PENSIONERS NEWS CLICK HERE
TO CALCULATE PENSION AND SALARY IN 6TH PAY COMMISSION CLICK HERE