Free Corona vaccination in West Bengal ঃ- মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী ৫ই মে থেকে বিনামূল্যে সমস্ত রাজ্যবাসীর জন্য টিকার ব্যবস্থা করবে রাজ্য সরকার। কিভাবে এই টিকা করন করা হবে বা কাঁদের এই টিকা দেওয়া হবে তাঁর বিস্তাতির আপডেট তুলে ধরা হল।
Free Corona vaccination in West Bengal
১৮ বছরের ঊর্ধ্বে সকল রাজ্যবাসীকে ভ্যাকসিন দেওয়া হবে বলে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। তিনি বলেন ” ১ কোটি ডোজ ভ্যাকসিন আমরা কেন্দ্রের কাছে চেয়েছি। আমরা টাকা দিয়ে কিনবো। ৫ ই মে-র পরে আমরা ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দিতে চাই । যিনি আবেদন করবেন তিনি পাবেন। ”
সঙ্গে তিনি যোগ করেন যে , এই টিকা করনের জন্য পাড়ায় পাড়ায় একটি করে ক্যাম্প তৈরি করা হবে। এই কাজ এখন কলকাতার জন্য শুরু করা হয়েছে কারণ এখন কোলকাতা করোনা খুবই ছরিয়ে পড়েছে।