[ চাকরিজীবীদের জন্য সুখব!] ৩ মাসের অগ্রিম বেতন তোলার সুবিধা !

0
54

করোনা নিয়ে এক গুরুত্বপূর্ণ আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সিতারমন।তিনি আজ ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন।গরীব মানুষদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেবারও ব্যবস্থার কথা তিনি ঘোষণা করেন। সেই সঙ্গে চাকরিজীবী মানুষ জনের জন্য বিশেষ কিছু ঘোষণা করেন। 

আজ তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন,যে সমস্ত সংস্থায় ১০০ জনের কম কর্মী রয়েছেন এবং যাঁদের বেতন ১৫ হাজার টাকার কম, সেই সমস্ত কর্মীদের ইপিএফে বড় সুবিধা দেওয়া হচ্ছে ৷ জানানো হয়েছে যে,ঐ সমস্ত কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে ২৪ শতাংশ টাকাই জমা দেবে কেন্দ্র। অর্থাৎ নিয়োগকর্তা এবং কর্মী, দু’পক্ষের হয়েই কেন্দ্র টাকা দেবে।এই পিএফ অনুদান তিন মাস দেবে কেন্দ্র ৷

একই সঙ্গে করোনা পরিস্থিতির সঙ্গে লড়াই করতে চাকরিজীবীরা তাঁদের জমানো অর্থ ৭৫ শতাংশ পর্যন্ত ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন ,অথবা ৩ মাসের বেতন,যেটি কম হবে সেই টাকা তুলতে পারবেন ঐ কর্মচারীরা ৷ তাঁরা ঐ টাকা অগ্রিম হিসেবে নিতে পারবেন ৷

 

অপরদিকে প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পৌঁছে দেওয়ার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সিতারমন।তিনি আজ জানিয়েছেন,যে আগামী তিন মাসের জন্য প্রতিমাসে ৫০০ টাকা করে দেওয়া হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

আজ সাংবাদিক বৈঠক করে অসংগঠিত শ্রমিক ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সিতারমন ৷

[আরও পরুনঃ- ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা কোথায় কোথায়  বরাদ্দ করা হবে,এখানে ক্লিক করুন ]

 

 


[দু’মাসের টাকা একসঙ্গে,সামাজিক পেনশন নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর,click here to read this news]

[click here to read this news,শিক্ষামন্ত্রীর আর্জি -শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপকরাদের কাছে]

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here