করোনার জেরে স্থগিত উচ্চমাধ্যমিক পরীক্ষা

0
18
  • করোনার জেরে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত রাজ্য সরকারের
  • আগামী ২৩, ২৫ ও ২৭ মার্চের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ৷
  •  পরীক্ষারপরবর্তী সূচি জানানো হবে ১৫ এপ্রিলের পরে ৷

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বেরিয়ে আসছে যে, করোনার জেরে স্থগিত উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা হল। তবে যে সমস্ত পরীক্ষাগুলি হয়ে গিয়েছে সেই পরীক্ষাগুলি যথাযথ হিসাবেই থাকছে। নতুন দিনক্ষণ ১৫ এপ্রিলের পরে জানানো হবে বলে জানা গিয়েছে। উচ্চমাধ্যমিকের সঙ্গে একাদশ শ্রেণির পরীক্ষাও চলছিল। সেই পরীক্ষাও আপাতত স্থগিত রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। 

করোনা সঙ্কটের জেরে আগেই রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল-কলেজ বন্ধের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছিল। বারবার শিক্ষকদের তরফ থেকে এই পরীক্ষাও বন্ধ করার দাবি উঠছিল এবং অবশেষে পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করল সংসদ।এর ফলে উচ্চমাধ্যমিকের পরীক্ষা সঙ্গে যুক্ত শিক্ষক এবং সর্বোপরি ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হল বলে মনে করা হচ্ছে।

অপর দিকে শিক্ষা দপ্তর সোমবার এবং মঙ্গলবার শিক্ষকদের কে স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেই নিয়ে সম্পূর্ণ খবর আপডেট পেতে এখানে ক্লিক করুন।

 


শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ নির্দেশিকা ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের জন্য , এই ছুটিতে

[কম্পিউটর শিক্ষক নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে। ক্যাবিনেট অনুমোদন করেছে ।খুব শ্রীঘ্রই সেই নিয়ে নোটিশ আসবে ! ২০০০ স্কুলের নাম দেখতে এখানে ক্লিক করুন। ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here