শিক্ষকদের ভেরিফিকেশন স্থগিত বিকাশ ভবনে

0
18

করোনা-আতঙ্ক বাড়তেই বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়।কিন্তু বিকাশ ভবনে ভিড় কমার লক্ষণ ছিল না।কারণ সেখানে চলছিল অস্থায়ী কলেজ শিক্ষকদের ভেরিফিকেশনের কাজ।এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছিল সব মহলেই।এই নিয়ে সংশ্লিষ্ট শিক্ষক এবং কলেজের অধ্যক্ষরাও উদ্বেগ প্রকাশ করছিলেন।অবশেষে চাপে পড়ে শেষ পর্যন্ত পিছু হটল উচ্চশিক্ষা দফতর বলে খবর বেরিয়ে এসেছে ।

বৃহস্পতিবার দফতরের তরফ থেকে অস্থায়ী কলেজ শিক্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে, ইন্টারভিউয়ের প্রার্থীদের আর সশরীরে আসতে হবে না। এই তথ্য যেন তাঁদের জানিয়ে দেওয়া হয়। এর ফলে বিরাট স্বস্তি ফিরেছে ঐ সমস্ত শিক্ষকদের কাছে।

ফেব্রুয়ারি মাস থেকে আংশিক সময়, অতিথি শিক্ষক এবং চুক্তিভিত্তিক পূর্ণ সময়ের শিক্ষকদের এই নথি যাচাইয়ের কাজ শুরু হয়েছে।শিক্ষাসচিব মনীশ জৈন চলতি বছরের ১১ ফেব্রুয়ারি চার সদস্যের এক কমিটি গঠন করেছিলেন।তার পরেই কলেজভিত্তিক পার্টটাইম, অতিথি শিক্ষক এবং চুক্তিভিত্তিক পূর্ণ সময়ের শিক্ষকদের নথি যাচাইয়ের কাজ শুরু হয়েছিল।


20200228 170155

বৃহস্পতিবার দফতরের তরফ থেকে অস্থায়ী কলেজ শিক্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে, ইন্টারভিউয়ের প্রার্থীদের আর সশরীরে আসতে হবে না। এই তথ্য যেন তাঁদের জানিয়ে দেওয়া হয়। এর ফলে বিরাট স্বস্তি ফিরেছে ঐ সমস্ত শিক্ষকদের কাছে।

 

আজ উচ্চ প্রাথমিক নিয়োগের মামলা শুনানির ! আপডেট দেখতে এখানে ক্লিক করুন

[কম্পিউটর শিক্ষক নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে। ক্যাবিনেট অনুমোদন করেছে ।খুব শ্রীঘ্রই সেই নিয়ে নোটিশ আসবে ! ২০০০ স্কুলের নাম দেখতে এখানে ক্লিক করুন ]

প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

TO KNOW PRIMARY SCHOOL TEACHERS SYLLABUS CLICK HERE

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here