উচ্চ প্রাথমিক নিয়োগের মামলা শুনানির !

0
17

কোর্টের কাজ কর্ম করোনা ভাইরাস এর জন্য বন্ধ রয়েছে।কিছু জরুরি ভিত্তিতে কেসের শুনানি হচ্ছে।স্কুল সার্ভিস কমিসন প্রায় সমস্ত(নবম থেকে দ্বাদশ এবং আপার প্রাইমারির কর্ম ও শারীরশিক্ষা) নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেললও এখন পরে রয়েছে উচ্চ প্রাথমিকের ষষ্ট থেকে অষ্টম শ্রেণি অব্দি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া । এবং তা আটকে রয়েছে মামলার কারনে। ইতিমধ্যেয় মামলাটি বেশ কয়েকবার শুনানি হয়েছে কোলকাতা হাইকোর্টে নীচে তার একটি তথ্য তুলে ধরা হল ।

wwww

এখন যেহেতু এই মামলাটি কোর্টের  কজ লিস্টে চার নাম্বারে রয়েছে তাই মনে করা হচ্ছে আগামীকাল এই কেসটির শুনানি হতে পারে। যদি এই মামলাটি থেকে কিছু পজিটিভ আপডেট বেরিয়ে আসবে কি না সেই নিয়ে চিন্তিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা।

upper primary court case
upper primary court case

দীর্ঘদিন ধরে এই মামলাটি ঝুলে রয়েছে কোলকাতা হাইকোর্টে বিভিন্ন কারনে যার ফলে তাঁদের নিয়োগও প্রক্রিয়াও আটকে রয়েছে। গত যে দুবার মামলারটির শুনানি হয় সেখানে শুনানির শেষে কোনও পজিটিভ নিউজ বেরিয়ে না আসার কারনে চাকরিপ্রার্থীরা কোর্ট চত্বরে এবং প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখায়।কিছু চাকরিপ্রার্থীকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাঁদেরকে ছেরে দেওয়া হয়। 

 

এর ফলে চাকরিপ্রার্থীরা ২০ শে মার্চ কোর্টের দিকে তাকিয়ে থাকবেন যাতে এই কেস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে এবং এই মামলা নিয়ে নিয়োগ জট দ্রুত কাটে।

আমারা আপনাদের সামনে এই পেজের মাধ্যমে আপার প্রাইমারি নিয়ে কোর্টে কি হয় তার সমগ্র আপডেট তুলে ধরব । তেই এই পেজটি নিয়মিত ভিজিট করুন ।

 


[কম্পিউটর শিক্ষক নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে। ক্যাবিনেট অনুমোদন করেছে ।খুব শ্রীঘ্রই সেই নিয়ে নোটিশ আসবে ! ২০০০ স্কুলের নাম দেখতে এখানে ক্লিক করুন। ]

প্রাথমিকের টেট এবং উচ্চ প্রাথমিকের টেট সম্পর্কিত বইয়ের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবং কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

TO KNOW PRIMARY SCHOOL TEACHERS SYLLABUS CLICK HERE

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here