শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ শিক্ষামন্ত্রীর

court_case
court_case

শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মামলার জালে জর্জরিত । ফলে বহু দিন ধরে আটকে রয়েছে বিভিন্ন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। যা এবার কার্যত প্রত্যাহার করতে চলেছে রাজ্য সরকার বলে জানা যাচ্ছে।

গরমের ছুটির পর শিক্ষক নিয়োগের জট কাটাতে এবার বড়সড় পদক্ষপ নেওয়ার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি আশ্বাস দিয়েছেন যে দ্রুত এই মামলা গুলোকে সমাধান করা হবে ৷

সবচাইতে বেশি এই সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাইমারি, প্রধানশিক্ষক এবং কর্ম ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগে।

শুধু মাত্র মামলার জন্য প্রায় ২০০০ প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। সেই রকম থমকে রয়েছে হাজার হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।

১০ ই জুন আদালত খুললেই প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা তুলে নেওয়ার জন্য আবেদন জানাতে পারে রাজ্য বলে মনে করা হচ্ছে।
এছাড়াও বাকি মামলাগুলিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি৷

এখন কোর্টে যে সমস্ত মামলা গুলো রয়েছে সেগুলো হল

Wbssc

১) প্রধান শিক্ষক নিয়োগ

২) কর্ম ও শারীরশিক্ষা নিয়োগ

৩) পার্শ্বশিক্ষক দের ১০% সংরক্ষণ মামলা

Primary

১) ptti

২) প্রতিভা মণ্ডল কেস

৩) বশির আহমেদ কেস

৪) সংগঠন শিক্ষক দের মামলা

৫) ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা

এখন ১০ ই জুন কোর্ট খুলবে, দেখার বিষয় এই সমস্ত মামলা কোন দিকে মোড় নেয়।সরাসরি আপডেট পেতে অব্যশই এই ওয়েবসাইটি ফল করুন নিয়মিত।