BREAKING NEWS :ভাতা পাবেন পেনশনভোগীরা,ভাতা দেবে মমতা সরকার

0
25

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের উৎসব ভাতা দেবে মমতা সরকার

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য উৎসব ভাতা দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার।শুক্রবার অর্থ দফতরের তরফে সেই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, ২৬০০০-এর কম পেনশন পান যাঁরা, তাঁদের জন্য এই ভাতা দেওয়া হবে।উৎসবের সময় ২১০০ টাকা করে ভাতা পাবেন। রমজানের সময় মুসলিম কর্মীরা বা পুজোর সময় হিন্দু কর্মীদের সেই ভাতা দেওয়া হবে।

256 FPen 1

256 FPen 2Grant of ex-gratia.payment to the State Government Pensioners for the year 2018 – 2019.

download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here