অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের উৎসব ভাতা দেবে মমতা সরকার
অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য উৎসব ভাতা দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার।শুক্রবার অর্থ দফতরের তরফে সেই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, ২৬০০০-এর কম পেনশন পান যাঁরা, তাঁদের জন্য এই ভাতা দেওয়া হবে।উৎসবের সময় ২১০০ টাকা করে ভাতা পাবেন। রমজানের সময় মুসলিম কর্মীরা বা পুজোর সময় হিন্দু কর্মীদের সেই ভাতা দেওয়া হবে।
Grant of ex-gratia.payment to the State Government Pensioners for the year 2018 – 2019.