Home NEWS রেশন কার্ডের সঙ্গে আধার যোগ কিভাবে এবং কবে থেকে করবেন ? দেখুন...
Link Aadhaar to Ration Card through offline mode:-
প্রায় 9 কোটি মানুষের Ration card এর সঙ্গে aadhar card সংযুক্তি প্রক্রিয়া চলবে পশ্চিমবঙ্গে। আগামী সোমবার থেকে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে। যে সমস্ত গ্রাহকদের Digital Ration card রয়েছে তাঁদের ওই Ration card কে aadhar card এর সঙ্গে সংযোগ করতে হবে।

কিভাবে হবে এই প্রক্রিয়া??
জানা গিয়েছে এই নথিভুক্তিকরণের কাজ এবার শুরু করছে খাদ্য দপ্তর এবং এই প্রক্রিয়া সপ্তাহে দু’দিন (মঙ্গল ও বুধবার) রেশন দোকানে ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস (ই-পস) যন্ত্রে এই নথিভুক্তিকরণের কাজ করা হবে।

অর্থাৎ কোনও গ্রাহককে এই সমস্ত বিষয় নিয়ে বেশি টেনশন করার দরকার নেয়। শুধুমাত্র উক্ত দিনে আপনার Ration shop এ গিয়ে করতে পারবেন।
অবশ্য বলা হয়েছে, সব গ্রাহকের নথিভুক্তিকরণ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।
খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেশন গ্রাহক তাঁর পরিবারের সব সদস্যের আধার নম্বর দিয়ে নথিভুক্তিকরণ করাতে পারবেন। পরিবারের একজন সদস্য সবার আধার কার্ড নিয়ে গিয়ে এই কাজ করাতে পারবেন।
এখন নতুন করে Digital Ration এর জন্য আবেদন করা যাচ্ছে।কিভাবে করবেন তা নীচের ছবিতে দেওয়া হয়েছে।

নীচে সম্পূর্ণ স্টেপ গুলো আপনাদেরকে দেখানো হল (Link Aadhaar to Ration Card through offline mode)
-
-
প্রথমে সমস্ত ফ্যামিলি মেম্বার এবং ফ্যামিলি হেড(নিজের) addhar card এর ফটো কপি সঙ্গে নেওয়া।
-
Ration card সঙ্গে নেওয়া।
-
সঙ্গে একটি সচল ফোন নাম্বার নিয়ে জাবেন। যেটা আধার নাম্বারের সঙ্গে যুক্ত আছে।
-
খাদ্যসামগ্রী নেওয়ার সময় নথিভুক্তদের আধার নম্বর ই-পস যন্ত্রে আঙুলের ছাপের মাধ্যমে আপনার তথ্য যাচাই করা হবে।
-
আঙুলের ছাপ দেওয়া মাত্র মোবাইলে একটি মেসেজ (otp) আসবে । ঐ otp দিলে তবেই মিলবে রেশন।
-
এই ভাবে আপনার Ration Card এর সঙ্গে আপনার aadhar card সংযুক্তি হয়ে যাবে।
দুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে সপ্তাহে দুদিন মঙ্গলবার ও বুধবার এই Ration card এর সঙ্গে aadhar card সংযুক্তি প্রক্রিয়া চলবে এবং সপ্তাহের বাকি দিন গুলো Ration shop এ Ration দেওয়া হবে সোমবার বাদে।
I am not getting ration card details through your application. Your application is not working properly