{মার্কশিট ও সার্টিফিকেট} Madhyamik result 2020 out @wbresult.nic.in,WBBSE MP Result,Very Big News

1
92

Today Madhyamik result 2020 out .Candidate can check out this year WBBSE MP Result by visiting @wbresult.nic.in .In this article we discuss details updates about how to mark sheet and certificate and how to check online MP result 2020.

Madhyamik result 2020 out

করোনা পরিস্থিতি কাটিয়ে অনেকদিন পর আজকে প্রকাশিত হচ্ছে ২০২০ সালের মাধ্যমিকের ফলাফল । আজ যে সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফলাফল জানতে পারবেন তা নিচের দেওয়া হয়েছে । পরীক্ষার্থীরা এখনই রেজাল্ট চেক করতে পারবেন না আজকে সাড়ে দশটার পর থেকে অনলাইনের মাধ্যমে তারা রেজাল্ট চেক করতে পারবে ।

Madhyamik result 2020 out
Madhyamik result 2020 out

মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) আজ বেলা দশটার থেকে মাধ্যমিকের রেজাল্ট ২০২০ প্রকাশ করবে এবং সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে সাড়ে দশটা থেকে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট চেক করতে পারবে । কিন্তু কবে মিলবে সার্টিফিকেট এবং রেজাল্টের সীট ? সেই নিয়ে আমরা আজকে আপডেট তথ্য এই আর্টিকেলে প্রকাশ করছি ।

প্রথমে বলে রাখি এই বছরের মাধ্যমিকের পরীক্ষা শেষ হয় ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু দীর্ঘদিন যাবত এর ফল প্রকাশ না হওয়ার পেছনে করোনা পরিস্থিতিকে দায়ী করা হচ্ছে এবার এই পরিস্থিতি কাটিয়ে আজকে অর্থাৎ 15 জুলাই প্রকাশিত হতে চলেছে এই বছর মাধ্যমিকের ফলাফল । জানা গিয়েছে যে এবছর মাধ্যমিকের ফলাফল আজকে প্রকাশিত হলেও সঙ্গে সঙ্গে মার্কশিট এবং সার্টিফিকেট পরীক্ষার্থীরা হাতে পাবেন না ।

তারা এগুলি হাতে পাবেন তাদের অভিভাবকদের মাধ্যমে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্কুল থেকে । স্কুলের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ এর কাজ শুরু হয়ে যাবে আজকের রেজাল্ট প্রকাশিত হবার পরে । জানা গিয়েছে যে,এক সপ্তাহ পরে স্কুলে এই মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ এর কাজ শুরু হবে।

ঐ নির্দিষ্ট দিনে অভিভাবকরা নিজের ছেলেমেয়েদের রেজিস্ট্রেশন এবং এডমিট কার্ড নিয়ে এসে সার্টিফিকেট ও মার্কশিট স্কুল থেকে নিয়ে যেতে পারবেন । কোনমতেই ছাত্র-ছাত্রীদেরকে স্কুলে আসা যাবেনা । নির্দিষ্ট ওয়েবসাইট আপনাদের সামনে এনেছি আমরা সেগুলো নিচে ভিজিট করে আপনারা আজকের যে মাধ্যমিকের ফলাফল চেক করে নিতে পারবেন ।

www.wbbse.org
www.exametc.com
wbresults.nic.in
www.indiaresults.com
www.schools9.com
www.results.shiksha
www.telegraphindia.com
www.fastresult.in

এসএমএসের মাধ্যমে মাধ্যমিকের ফলাফল চেক করা যাবে তার জন্য নির্দিষ্ট এসএমএস টাইপ করতে হবে যা নিচে দেওয়া আছে ।

WB10 লিখে স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ৫৬৭৬৭৫০ নম্বরে পাঠাতে হবে।

বেশ কিছু ওয়েবসাইট দেওয়া আছে নীচে সেখানে যদি আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখেন তাহলে,যখনই রেজাল্ট পাবলিশ হবে তখনই সঙ্গে সঙ্গে রেজাল্ট আপনার মোবাইলে চলে যাবে ফ্রী অফ কস্ট এ ।তার জন্য নিচের লিংক দেওয়া আছে ।

রোল এবং মোবাইল নম্বর www.exametc.com এই ওয়েবসাইটে আগে থেকে পাঠালে ফলপ্রকাশের সঙ্গে সঙ্গেই রেজাল্ট জানা যাবে।

WB Madhyamik Result 2020
Madhyamik Result 2020 out

আরও বেশকিছু তথ্য আপডেট নিয়ে আমরা হাজির হয়ে যাব মাধ্যমিকের মেধা তালিকা সেটাও নিয়ে হাজির হয়ে যাব তাই নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন যখনই সে সমস্ত আপডেট তথ্য বেরিয়ে আসবে সে আপডেট তথ্য নিয়ে আমরা হাজির হয়ে যাব এখানে ক্লিক করে আপনার সেই তথ্য পেয়ে যাবেন অথবা আমাদের হোমপেজ ভিজিট করে সে আপডেট তথ্য আপনারা পেয়ে যাবেন ।

মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ পাবে ??

একটা প্রশ্ন চিহ্ন মনে তারা ভাবছে যে এবার একই মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ পাবে ?? উত্তর মিলেছে হ্যাঁ ,এবার মেধাতালিকা মাধ্যমিক এর প্রকাশ পাবে কারণ এবছর মাধ্যমিকের সমস্ত পরীক্ষা হয়েছে ,তাই মেধাতালিকা না প্রকাশ পাওয়া নিয়ে কোন প্রশ্ন নেই । আমরা জানতে পেরেছি এবং বেশ কিছু খবর বেরিয়েছে সেখানে দাবি করা হচ্ছে যে এবছর মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ করা হবে সেই মেধাতালিকা আমরা আপনাদের সামনে আনবো তাই অবশ্যই আমাদের হোম পেজ ভিজিট করবেন যখন হিসেবে আমরা পাব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ।

FAQs

How can i check MP result online?

উপরের দেওয়া ওয়েবসাইট গুলো থেকে ভিজিট করে ।

How to check MP result through SMS ?

WB10 লিখে স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ৫৬৭৬৭৫০ নম্বরে পাঠাতে হবে।

Will this year MP Merit list published ?

হ্যাঁ ।

When i will get Madhyamik mark sheet and certificate ?

এক সপ্তাহ পরে স্কুলে এই মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ এর কাজ শুরু হবে।

Madhyamik result 2020 out website ?

উপরে সমস্ত ওয়েবসাইট দেওয়া আছে এই বছরের রেজাল্ট চেক করার জন্য।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here