{Merit List} WBBSE Madhyamik Result Out 2020@wbresult.nic.in,

0
108

Finally WBBSE Madhyamik Result Out 2020.Merit List of Madhyamik 2020 Examination.Details Discussion here.

Madhyamik Result Out 2020

আজ মাধ্যমিক পরীক্ষার WBBSE Madhyamik Results 2020 ফলপ্রকাশ করা হল এখানে ক্লিক করে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে পারবেন এই বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ।

Madhyamik result 2020 out
Madhyamik 2020 Result Out

Merit List of Madhyamik 2020 Examination

Madhyamik Result Out 2020
Madhyamik Result Out 2020
নামপ্রাপ্ত নম্বর
১.অরিত্র পাল(পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর ইনস্টটিটিউশন)৬৯৪
২.বাঁকুড়ার সায়ন্তন গড়াই ও কাটোয়ার অভীক দাস৬৯৩
৩.দেবস্মিতা মহাপাত্র,অরিত্র মাইতি,সৌম্য পাঠক ৬৯০
৪.গ্নিভ সাহা৬৮৯
৫.অঙ্কিত সরকার, স্বস্তি সরকার, রশ্মিতা মহাপাত্র, বিভাস মণ্ডল৬৮৮
৬. ষষ্ঠ স্থানে ১২ জন৬৮৭
৭.সপ্তম স্থানে ১৭ জন ৬৮৬
৮.৬৮৫
৯.৬৮৪
১০.৬৮৩
প্রথম দশে রয়েছেন ৮৪ জন।

SMS এর মাধ্যমে মাধ্যমিকের ফলাফল চেক করা যাবে তার জন্য নির্দিষ্ট এসএমএস টাইপ করতে হবে যা নিচে দেওয়া আছে । WB10 লিখে স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ৫৬৭৬৭৫০ নম্বরে পাঠাতে হবে।

www.wbbse.org
www.exametc.com
wbresults.nic.in
www.indiaresults.com
www.schools9.com
www.results.shiksha
www.telegraphindia.com
www.fastresult.in
https://bengali.news18.com/

আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ছাত্র-ছাত্রীদের মনে সেটা হচ্ছে এবছর কি মার্কশিট এবং সার্টিফিকেট রেজাল্ট প্রকাশের পরই ইস্কুল থেকে পাওয়া যাবে ??

না এবছর যেহেতু পরিস্থিতি তা সম্পূর্ণ আলাদা তাই এই বছর এবং সার্টিফিকেট সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না। তবে এই মার্কশিট এবং সার্টিফিকেট ছাত্রছাত্রীরা হাতে পাবে না ।

যতদূর জানা গিয়েছে আজকে খবর থেকে সেখানে বলা হচ্ছে যে এই যে মার্কশিট এবং সার্টিফিকেট ছাত্রছাত্রীরা পাবে না সেটা অভিভাবকদেরকে দেওয়া হবে নির্দিষ্ট দিনে স্কুল যেটা ঠিক করবে সেদিনে এবং সেটা হবে রেজাল্ট প্রকাশনী এক সপ্তাহ পরে ।

অর্থাৎ আজকে হচ্ছে 15 তারিখ 22 তারিখ নাগাদ স্কুলে স্কুলে শুরু হয়ে যাবে মার্কশিট এবং সার্টিফিকেট ডিস্ট্রিবিউটর কাজ ।

তবে এই মার্কশিট এবং সার্টিফিকেট ছাত্রছাত্রীরা নয় অভিভাবকরাই স্কুল থেকে নিতে পারবেন। জানা গিয়েছে অভিভাবকদেরকে তাদের ছেলেমেয়েদের নির্দিষ্ট এডমিট কার্ড এবং সঙ্গে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে এসে তবেই তারা নিজেদের ছেলেমেয়েদের এবং ছাত্র-ছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট হাতে তুলে নিতে পারবেন । আগামি সপ্তাহে ২২ জুলাই সকাল ১০ টা নাগাদ অভিভাবকদের ডাকা হবে রেজাল্ট সংগ্রহের জন্য।

আরও বেশ কিছু তথ্য এবং মাধ্যমিক এর সম্ভাব্য মেধাতালিকা নিয়ে আমরা হাজির হয়ে যাব দশটার মধ্যে তাই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনার সমস্ত তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here