আজ দুপুর ২ টোর পরে নবান্নে বসে রাজ্য মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ বৈঠক। আগামী ১৩ ফেব্রুয়ারি মন্ত্রীসভার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী সেই সময় বাঁকুড়া সফরে থাকার কারণে এই সপ্তাহেই তা করে দেওয়া হল।আজ সেই বৈঠক থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে। তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল শিক্ষক দের বদলি বিষয়ে।
স্কুল শিক্ষকদের জন্য আজ রাজমন্ত্রিসভায় বেশ কিছু গুরত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ নিজের জেলায় স্কুলে শিক্ষকরা পাবেন পড়ানোর সুযোগ পাবেন। নতুন নিয়োগ বা পুরাতন অর্থাৎ কর্মরত শিক্ষকরাও এই সুবিধা পাবেন।
সমস্ত প্রকার এডুকেশন নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন
–::: এখানে ক্লিক করুন :::–
অপর দিকে কিছু নিয়োগ সংক্রান্ত আলোচনা হয়েছে এই বৈঠকে, সেই নিয়ে একটু পরে বিস্তারিত আপডেট নিয়ে হাজির হব…..
সব প্রাথমিক বিদ্যালয়ে এবার বায়োমেট্রিক হাজিরা, মেশিন কিনতে হবে নিজেরদের পয়সায়!!, TO READ THIS NEWS CLICK HERE
আরও খবর পড়ুন নীচের টাইটেল এ ক্লিক করে
1)প্রাথমিক টেট নিয়ে খবর পড়তে ,এখানে ক্লিক করুন
2) স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পড়তে ,এখানে ক্লিক করুন
3) পে কমিশনের ক্যালকুলেটর এর মাধ্যমে পে কমিশনের যাবতীয় হিসাব নিকাশ পেত, এখানে ক্লিক করুন
4) বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, শিক্ষক-শিক্ষিকারা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে