কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে আজ

Primary_School_teachers_PRT_Scale
Primary_School_teachers_PRT_Scale

আজ মাননীয়া মুখ্যমন্ত্রী 21শে জুলাই সভামঞ্চ থেকে সরাসরি যারা বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন করছেন তাঁদের উদ্দ্যেশে বললেন যে “যাদের কেন্দ্রীয় হারে বেতন দরকার, তাঁরা কেন্দ্রে গিয়ে চাকরি করুন।রাজ্য যেমন ক্ষমতা সেই হারেই বেতন দেবে।কেন্দ্র এবং রাজ্যের বেতন দেওয়ার ক্ষমতা আলাদা।”

আজ প্রাথমিক শিক্ষকদের অনশন নবম দিনে পা দিলো।আজ প্রাথমিক শিক্ষকরা অনেক আশা করে ছিলেন যে হয় তো বা মুখ্যমন্ত্রী তাঁদের জন্য বেতন বৃদ্ধি নিয়ে কিছু ঘোষণা করবেন।কিন্তু এখনও অব্দি ওই টুকুই আপডেট বেরিয়ে এসেছে।

এখনও মুখ্যমন্ত্রীর সভা চলছে এই সম্পর্কে কিছু আপডেট পেলে তা আপনাদের জানানো হবে।