This Post Contents
Mamata Banerjee On Recruitment Scam- এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চাকরি বাতিল হওয়া নিয়ে! মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন ‘চাকরি আইন আনুযায়ী ফিরিয়ে দিন,আবার সুযোগ দিন’, আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী আজকে এই কথা জানিয়েছেন! তিনি আরও জানান ‘কথায় কথায় চাকরি খাবেন না’, চাকরিহারাদের জন্য আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! তিনি আরও বলেন আমাকে চড় মারুন, কিন্তু কারও চাকরি খাবেন না! চাকরি হারাদের হয়ে জোর সওয়াল মুখ্যমন্ত্রীর!
Mamata Banerjee On Recruitment Scam(নীচের ভিডিওটি দেখুন,আজকের বক্তব্য পেশ করলেন মুখ্যমন্ত্রী!)
এবার প্রকাশ্যেই চাকরি হারানো এই সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যাঁদের ভুলে বেআইনি নিয়োগ হয়েছে তাঁদের শাস্তির পক্ষে সওয়াল করলেও চাকরি থেকে বরখাস্ত করার বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী৷ প্রয়োজনে যাঁরা চাকরি হারাচ্ছেন তাঁদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার পক্ষেও সওয়াল করেন মমতা৷ নিয়োগ দুর্নীতি মামলায় ‘রোজ রোজ কেন চাকরি বাতিল’ করা হচ্ছে! মঙ্গলবার জেলা আদালতের একটি অনুষ্ঠানে গিয়ে বিচারপতিদের এ বিষয়ে চিন্তাভাবনা করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে আনলেন তাঁর পূর্বতন সরকারের আমলে কলকাতা হাই কোর্টে রায়ের প্রসঙ্গও। কোথাও কোনও ভুল হয়ে থাকলে, চাইলেন তা সংশোধনের সুযোগও।
কিছুটা হতাশার সুরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অন্যায় করলে আমার গালে দুটো চড় মারলে কিছু মনে করব না। জেনেশুনে কোনওদিন কোনও অন্যায় করিনি৷ ক্ষমতায় আসার পর একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তোমরা কেন খাচ্ছ? এখন রোজ কথায় কথায় তিন, চার হাজার চাকরি বাদ যাচ্ছে৷ সবাই তো তৃণমূল, সরকারের ক্যাডার নয়৷’