This Post Contents
MDM Distribution in West Bengal Schoolঃ- একটি খবর সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে স্কুল শিক্ষা দপ্তর নিজেদের অবস্থানের পরিবর্তন করেছে। কিছুদিন আগে নোটিশ দিয়ে জানানো হয়েহিল যে, মে মাসের মিড-ডে-মিল বিতরণ করা হবে সেখানে শুধুমাত্র চাল, আলু এবং ছোলা দেওয়া হবে । এই নোটিশটি প্রত্যাহার করা হয়েছে বলে খবর !!
MDM Distribution in West Bengal School 2021
নিজেদের বিজ্ঞপ্তি থেকে সরে এসে মে মাসের মিড-ডে-মিলে মার্চ-এপ্রিল মাসের খাদ্য ফিরিয়ে আনল রাজ্য সরকার বলে খবরে উঠে এসেছে। আনন্দবাজার প্রত্রিকায় খবর উঠে এসেছে ,সেখানে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে
এই খবর সামনে আসতেই স্বাভাবিক ভাবেই খুশি রাজ্যের পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা ।
MDM Distribution in West Bengal School 2021
“মে মাসের মিড-ডে-মিলে যে সমস্ত সামগ্রী দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটা বাতিল করা হয়েছে। মে মাসে পড়ুয়ারা দুপুরের খাবার হিসাবে আগে যা পেয়েছিল সেই সামগ্রী একই পরিমানে পাবে।”
ভোটের পরে মিড-ডে-মিলে সামগ্রী ছাঁটায়ের সিধান্ত এখনই কার্যকর হচ্ছে না। এর ফলে মে মাসে রাজ্যের পড়ুয়ারা চাল,আলু এবং ছোলার সঙ্গে ডাল, চিনি এবং সয়াবিন দেওয়া হবে !!
MDM Distribution in West Bengal School 2021
এই নিয়ে নোটিশ দেখতে এখানে ক্লিক করুন
রাজ্য সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে, এই নিয়ে নোটিশও জারি করা হয়েছে , মাস্ক না পরলে জেল এবং জরিমানা হবে>> এই নোটিশটি দেখতে এখানে ক্লিক করুন।