{মাধ্যমিক পরীক্ষা ২০২১ হবে ?} WB Madhyamik Examination in 2021,very big news

2
53

WB Madhyamik Examination in 2021ঃ- মাধ্যমিক পরীক্ষা ২০২১ কি নেওয়া হবে ? এই প্রশ্ন যেমন ছাত্র-ছাত্রীদের মনে জাগছে তেমনই জাগছে অভিভাবক তথা রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের মনেও !! কিন্তু এর উত্তর কারোর জানা নেই। আপনারা জানেন কিছু দিন আগেই একটি খবর সামনে আসে এবং সেখানে বলা হয়েছিল যে রাজ্যে এই বছরের অর্থাৎ ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা নেওয়া জন্য রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ প্রস্থুত !!

WB Madhyamik Examination in 2021

করোনা পরিস্তিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশে, এর মাঝে অনেক বোর্ড দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। যেমন ICSE & CBSE বোর্ড তাঁদের দশম শ্রেণির পরীক্ষা ইতিমধ্যেই বাতিল করেছে। একটি খবর সামনে আসছে সেখানে ICSE & CBSE বোর্ডের মতন মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত কিছু বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া {প্রভিশোনাল ভর্তি*}শুরু করে দিয়েছে !!

এই দিকে অতিমারির কারণে মধ্যশিক্ষা পর্ষদ WB Madhyamik Examination in 2021 নেবে না কি পিছিয়ে দেবে এই নিয়ে এখনও অব্দি কোনও খবর সামনে আসে নি। কিছু দিন আগে একটি খবর সামনে এসেছিল যে যেহেতু রাজ্য সিদ্ধান্ত নেবে এই বছরের পরীক্ষা হবে কি না সেই নিয়ে ,তাই পর্ষদ তাঁদের তরফের পরীক্ষার সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু এই অতিমারির দিকে তাকালে মনে করা হচ্ছে পরীক্ষা নেওয়াটা অতটা সহজ হবে না মধ্যশিক্ষা পর্ষদের কাছে !!

{নির্দিষ্ট সময়েই মাধ্যমিক}West Bengal 2021 Madhyamik Examination <<এখানে ক্লিক করুন এখানে এই নিউজটি পড়তে>>

WB Madhyamik Examination in 2021

wb madhyamik result 2020

জানা গিয়েছে করোনা পরিস্থিতির জন্য এবং মাধ্যমিক পরীক্ষা অনেকটাই পিছিয়ে যাওয়ার কারণে ঐ প্রাথমিক ভাবে ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে !! কিন্তু রাজ্যে বেশির ভাগ স্কুলে এখনও কোনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। তাঁদের দাবি যতদিন না কোনও সরকারি নির্দেশ আসছে ততদিন ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে না।

WB_Madhyamik_Examination_in_2021
WB_Madhyamik_Examination_in_2021

অনেকে মনে করছে প্রাথমিক ভাবে এই ভর্তি প্রক্রিয়া হয়ে থাকলে ছাত্র-ছাত্রীদের এক ঘেয়েমী অনেকটা কাটবে এবং একাদশ শ্রেণিতে পড়ুয়া কিছুটা পরার সুযোগ ও পাবে ।

এই প্রাথমিক ভর্তি নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন

* প্রভিশোনাল ভর্তি>> প্রভিশোনাল ভর্তি কথার অর্থ হল পূর্ববর্তী পরীক্ষার নাম্বার দেখে ভর্তি !!

2 COMMENTS

  1. Na na kono exam er kotha bolte hbena kaok . Apnara sudhu vote a busy thakun otai sob .. student ra k?? H.S ba 10th er student Rao j eai rajje a thake, ta to aapnara Janen na. Amader kotah to karo mathay asei na ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here