দ্বিতীয় দফার Mid Day Meal(মিড-ডে মিল) বিতরণ শুরু হবে স্কুলে স্কুলে। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ এড়াতে গুচ্ছ ব্যবস্থা নিল স্কুলশিক্ষা দপ্তর। সঙ্গে পড়ুয়াদের স্কুলে আসা ঠেকাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে প্রশাসন বলে জানা গিয়েছে।
আগামীকাল থেকে ফের স্কুলে স্কুলে শুরু হচ্ছে আলু ও চাল বিতরণের কাজ । এবার আগের থেকে ১ কেজি বেশি করে আলু ও চাল দেওয়া হবে ছাত্রছাত্রীদেরকে। আগে ২ কেজি করে আলু ও চাল দেওয়া হয়েছিল এবার সেটা ৩ কেজি করা হয়েছে।
পড়ুয়া পিছু ৩ কেজি করে চাল ও আলু সংগ্রহে করতে শুধুমাত্র অভিভাবকরাই যাতে নির্দিষ্ট দিনে স্কুলে আসেন, সে জন্য বিভিন্ন এলাকায় এলাকায় মাইক প্রচার শুরু করেছে প্রশাসন। এর সঙ্গে অভিভাবকদের জন্য বেশ কিছু যায়গায় মাস্ক ও স্যানিটাইজার ব্যবস্থা করা হয়েছে বলে খবরে উঠে এসেছে ! স্কুলে স্কুলে শুরু হয়েছে স্যানিটাইজ করার কাজ।
এবার দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই আলু ও চাল বিতরণ নিয়ে।
# ৩ কেজি করে চাল ও আলু বিতরণ করা হবে । |
# ছাত্রছাত্রীরা কোনও মতেই স্কুলে না আসে Mid Day Meal (মিড-ডে মিলের) আলু-চাল নিতে । |
# অভিভাবকদের মাস্ক পরে আসতে অনুরোধ করা হয়েছে। |
# স্কুলে স্যানিটাইজার ব্যবস্থা করতে হবে । |
# স্কুলগুলি স্যানিটাইজ করতে হবে( এই কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে) । |
# অভিভাবকদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মিড-ডে মিলের আলু-চাল নিতে হবে। প্রায়জনে স্কুলে নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর দাগ দিয়ে রাখতে হবে। |
# মিড-ডে মিলের খাবারের প্যাকেট যাঁরা তৈরি করছেন, তাঁদেরও করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের করতে হবে। |
# শিক্ষকদের যাতায়াতের কোনও অসুবিধা যাতে না হয় সেই জন্য কিছু এলাকাতে পাস এবং সঙ্গে বাসের ব্যবস্থা করা হয়েছে বলে খবর ! |
# ১৮ টাকা কেজি দরে বাজার থেকে আলু কিনতে হবে । |
# ২০ থেকে ৩০ এপ্রিল মিড-ডে মিল দেওয়ার কাজ সম্পূর্ণ করতে হবে। |
# শিক্ষকরা এই কাজে যাতে কোনও ভাবে হেনস্থার শিকার না-হন, সেই জন্য লোকাল পুলিশকে সহযোগিতা নিতে পারেন। |
## আরও এক বার – ছাত্রছাত্রীরা কোনও মতেই স্কুলে মিড-ডে মিলের আলু-চাল নিতে না আসে ।## |
কিছু দিন আগেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সভায় জানিয়ে ছিলেন কিভাবে শিক্ষকদেরকে এই Mid Day Meal (মিড-ডে মিলের) আলু ও চাল বিতরণের কাজ শেষ করতে হবে।নীচে ভিডিওটি দেওয়া আছে ।
July 2020 increments calculators after pay commission click here
১১ মাসে ১১ বার বেতন কাটা হবে সরকারি কর্মচারীদের সঙ্গে ডিএও বন্ধ , ক্লিক করুন এই খবরটি দেখতে