হবু শিক্ষকদের ফাঁকিবাজি আটকাতে বসানো হবে বায়োমেট্রিক মেসিন

0
18
বিএড ,ডিএলএড এবং এমএড  শিক্ষকতার প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে পড়ুয়াদের গরহাজিরার প্রবণতা রুখতে বড় পদক্ষেপ এনসিটিই

এবার চাঞ্চল্যকর অভিযোগ উঠল মানুষ গড়ার কারিগর’দের বিরুদ্ধেই । হাজিরা নিয়ে কড়া অবস্থান নিল  শিক্ষণ শিক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনে (এনসিটিই)। এই জন্য তাঁরা একটি বিজ্ঞপ্তি জারি করে দেশের যাবতীয় শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানকে ক্লাসে হাজিরা নথিভুক্তের জন্য এক মাসের মধ্যেই বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ দিয়েছে।

1

2

হাজিরা-সহ নানা আনুষঙ্গিক যাবতীয় নথিপত্র উপযুক্ত ভাবে সংরক্ষণের কথাও বলা হয়েছে। এমনকী, নির্দেশ অমান্য করলে শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের মতো কঠোর পদক্ষেপেরও নিদান দিয়েছে এনসিটিই।

 

এনসিটিই জানিয়েছে যে সমস্ত পড়ুয়াদের ন্যূনতম হাজিরার হিসাব বায়োমেট্রিক মেসিনের মাধ্যমে ওয়েবসাইট এ আপলোড করতে। এনসিটিই যে কোনও উপায়ে শিক্ষণ শিক্ষার গুণগত মান বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞতাই  তাঁদের এই পদক্ষেপ বলে  জানা যাচ্ছে।

বেশ কিছুদিন ধরেই শিক্ষকতার প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে পড়ুয়াদের গরহাজিরার প্রবণতা বাড়ছিল এবং ঐ সব পড়ুয়া  পরীক্ষায় বসার ছাড়পত্র ও পাচ্ছিল বলে জানা যাচ্ছে।

ফলে ঐ অনিয়ম রুখতে কঠোর পদক্ষেপের নিদান দিয়েছে এনসিটিই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here