আপার প্রাইমারির সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা কবে প্রকাশ হবে ?

কোলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল যে প্রশিক্ষিত প্রার্থী থাকা সত্ত্বেও ইন্টারভিউতে প্রশিক্ষণহীন প্রার্থীদের ডাকা হচ্ছে এই অভিযোগ তুলে মামলা করা হয়েছিল । সেই রায় এ কোলকাতা হাই কোর্ট জানিয়েছিল যে ১০ই জুলাই পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে । 

কিন্তু আজ ১১ই জুলাই বিকেল ৫ টা অব্দি কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি কোনও নতুন তালিকাও ।নীচে কোর্টের নির্দেশের কিছু অংশ দেওয়া হল।

Annotation 2019 07 11 170325

Annotation 2019 07 01 175556১ লা জুলাই জে একটি ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন । যেখানে বিষয়, মাধ্যম, ক্যাটাগরি ও লিঙ্গের ভিত্তিতে তালিকা দেওয়া হয়েছিল । তার মধ্যে শুধু প্রার্থীদের নাম ও অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছিল । হাইকোর্টের নির্দেশ মতো সাপ্লিমেন্টেড ইন্টারভিউ তালিকা কি প্রকাশ করা হবে?

সেই বেপারে কমিশনের তরফে এখনও কোনও আপডেট আসেনি কখন ওই লিস্ট পাব্লিশ করা হবে। ঐ মামলাটি আবার ১২ই জুলাই কোলকাতা হাইকোর্টে উঠবে তার আগে যদি কমিশন লিস্ট পাব্লিশ না করে তাহলে আগামী কাল(১২ই জুলাই) কোলকাতা হাইকোর্ট কি নির্দেশ দিবে সেই দিকে নজর থাকবে সবার।